জেল খানায় কেমন ছিলেন নওশাদ সিদ্দিকী? টানা ৪০ দিন কারাগারের ভয়ংকর অভিজ্ঞতা, ফাঁস করলেন আইএসএফ লিডার!
জেল খানায় কেমন ছিলেন
নওশাদ সিদ্দিকী?
পুলিশের অমানবিক
অকথ্য আচরণ!
পোশাক থেকে খাবার!
চিকিৎসা থেকে শৌচাগার!
নেই বিন্দুমাত্র সুযোগ-সুবিধা!
টানা ৪০ দিন কারাগারের
ভয়ংকর অভিজ্ঞতা!
ফাঁস করলেন আইএসএফ লিডার!
দলীয় পতাকাকে কেন্দ্র করে হাতাহাতি বাঁধে আইএসএফ ও তৃণমূলের মধ্যে। সেই ঘটনার জেরেই টানা ৪০ দিন জেল খাটেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে। এক প্রকার বিনা দোষেই জেল খাটেন আইএসএফ নেতা। তাঁকে লালা বাজার সেন্ট্রাল জেলে রাখা হয়। কেমন ছিল লালবাজার সেন্ট্রাল জেলে কাটানো সেই ৪০টি দিন! তার সঙ্গে কি কি ঘটে জেল খানার অন্দরে। বিভীষিকা জড়ানো গলায় স্মরণ করলেন জেলে কাটানো ৪০টি দিনের কথা। ফাঁস করলেন কি কি হয়েছে তার সঙ্গে। শুধু তার সঙ্গেই নয়, প্রতিটি অভিযুক্তদের সাথে সেখানে কি করা হয়, তাদের সাথে কীভাবে আচরণ করা হয়, পোশাক থেকে খাবার, চিকিৎসা থেকে শৌচাগার সমস্ত বিষয়ে অকপটে মুখ খুলেছেন তিনি। তার অভিজ্ঞতা শুনলে শিউরে উঠবেন।
ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা বলেন,
( ১.১২ সেকেন্ড – ১.৪৯ সেকেন্ড )
একজন অভিযুক্তকে সেখানে কিভাবে পরিষেবা দেওয়া, সেই বিষয়ে তিনি বলেন-
( ১.৪৭ সেকেন্ড – ০.১১ সেকেন্ড )
Leave a Reply