ভারতের দেখাদেখি এবার চাঁদে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ! শেখ হাসিনার মুকুটে নয়া পালক
এই প্রথমবার
চাঁদে স্যাটেলাইট
পাঠাচ্ছে বাংলাদেশ!
কাজ করবে
বিশেষ উদ্দেশ্যে!
শেখ হাসিনার মুকুটে
নয়া পালক!
গড়তে চলেছে নয়া ইতিহাস!
ভারত পাকিস্তান যা পারেনি
সেটাই করে দেখাবে ওপার বাংলা!
এই নিয়ে তিন তিন বার মহাকাশে চন্দ্রযান পাঠাল ভারত। প্রথম দুবার সফল না হলেও, তৃতীয় বারের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ভারতের তৃতীয় চন্দ্রযান চাঁদের মাটিতে এখনও অবতরণ করেনি। আরও অনেক দিন সময় লাগবে। এদিকে ভারতের মহাকাশ অভিযান দেখে হাত গুটিয়ে বসে থাকতে পারেনি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ভারতের দেখাদেখি এবার তারাও চাঁদের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করছে। চাঁদে স্যাটেলাইট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে কখনোই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয়নি বাংলাদেশ। যদি তাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে এটাই হবে ওপার বাংলার প্রথম চন্দ্র অভিযান।
কি নাম রাখা হয়েছে, বাংলাদেশের চন্দ্রযানটির?
বাংলাদেশের চন্দ্রযানটির নাম রাখা হয়েছে ‘ফেমটো’।
দেখতে কেমন হবে চন্দ্রযানটি?
বাংলাদেশের চন্দ্র অভিযানের বাজেট অনেক কম হবে। ভারতের চন্দ্রযান ৩ এর মত অত বড় হবে না সেদেশের চন্দ্রযানটি। আকারে অনেক ছোট হবে। এটি এমন ভাবে নির্মাণ করা হবে, যাতে চাঁদের আশে পাশে পরিভ্রমণ করে তথ্য সংগ্রহ করতে পারে। তথ্য সূত্রে এমনটাই জানা গেছে।
বাংলাদেশের চন্দ্র অভিযানের লক্ষ্য কি?
যে সব দেশই চাঁদে পাড়ি দিয়েছে, তারা কোনও না কোনও লক্ষ্য নিয়ে গেছে। এক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্য চাঁদ মানুষের বসবাসের জন্য উপযুক্ত কি না সেই বিষয়ে তদারকি করা। এছাড়াও এর সাহায্যে, সম্পূর্ণ বাংলাদেশের অ্যাসেম্বলিং এবং প্রোগ্রামিংও করা হবে।
কত সালে শুরু হবে বাংলাদেশের মিশন?
২০২৪ সাল নাগাদ এই মিশনে নামতে পারে বাংলাদেশ। মিশনটি পরিচালনা করবে, বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা – এজেন্সি টু ইনোভেট।
এই মিশনকে সফল করতে তুলতে বাংলাদেশের পাশে কারা দাঁড়িয়েছে?
বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা। মূলত নাসার একটি উদ্যোগে সামিল হয়ে চন্দ্র অভিযানের সুযোগ পেয়েছে বাংলাদেশ।
Leave a Reply