নুসরাত জাহানের বিরুদ্ধে কোটি কোটি টাকা চুরির অভিযোগ! বয়স্কদের লোভ দেখিয়ে ফাঁদে ফেলেন নায়িকা!
নুসরাত জাহানের বিরুদ্ধে
কোটি কোটি টাকা চুরির অভিযোগ!
বয়স্কদের লোভ দেখিয়ে
ফাঁদে ফেলেন নায়িকা!
দিনের পর দিন তোলেন
মোটা অঙ্কের টাকা!
টাকা তুলেই পগারপার!
না দেন ফ্ল্যাট!
না ফেরান টাকা!
কপালে হাত
অসংখ্য বয়স্ক নাগরিকদের!
ঠিক কি ঘটেছে?
মহাফ্যাসাদে তারকা সাংসদ নুসরাত জাহান। একেই রাজ্যরাজনীতিতে বিতর্কিত এই নায়িকা। তারই উপর আরও বড় বিপদে ফাঁসলেন। এবার এমন অভিযোগ উঠে এলো নুসরাতের বিরুদ্ধে, যার ফলে বেজায় বিপাকে পরতে চলেছেন তিনি। তথ্য সূত্রে খবর, ফ্ল্যাট কেনার নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ নুসরত জাহানের বিরুদ্ধে।
ঠিক কি ঘটেছে?
জানা যাচ্ছে, বয়স্ক নাগরিকদের ফ্ল্যাট দেওয়ার নামে দীর্ঘদিন ধরে টাকা তুলছে নুসরাতের সংস্থা মেসার্স সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। সংস্থাটির মালিকানা নুসরাতের হাতে। তার তত্ত্বাবধানেই সংস্থাটি পরিচালিত হয়। ৯ বছর আগে ২০১৪ সালে নুসরাতের নামে থাকা এই সংস্থাটি মোট ৪২৯ জনের কাছ থেকে মাথা পিছু ৫ লাখ ৫৫ হাজার টাকা করে নেয়। টাকা নেওয়ার সময় তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়, কো-অপারেটিভ সিস্টেমের মাধ্যমে তাদের ফ্ল্যাট দেওয়া হবে। এমনকি সংস্থার তরফে এমনটাও জানানো হয় ফ্ল্যাট নির্মাণের জন্য, রাজারহাটে হিডকোর থেকে জমিও নেওয়া হয়েছে। জানানো হয় মাত্র ৩ বছরের মধ্যেই ফ্ল্যাট তৈরির কাজ সম্পন্ন করে সেগুলো হস্তান্তর করা হবে। অথচ ৯ বছর কেটে গেলেও কোনও ফল পায়নি প্রতারিতরা। তাদের অভিযোগ, তাদের সাথে প্রতারণা করা হয়েছে। তারা আরও মারাত্মক অভিযোগ করে বলেন, তাদের কাছ থেকে সংগৃহীত অর্থ দিয়ে ফ্ল্যাট কিনেছেন নুসরাতের কোম্পানির ডিরেক্টররা।
নুসরাতের বিরুদ্ধে অভিযোগ জানাতে থানার দ্বারস্থ হন প্রতারিতরা। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। কোনও সুরাহা মেলেনি। পুলিশকে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এরপরই বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার কাছে যান প্রতারিতরা। শঙ্কুদেব পান্ডা তাদের সঙ্গে নিয়ে ইডি-এর কাছে অভিযোগ জানান। তিনি সম্পূর্ণ ঘটনাটিতে ইডির হস্তক্ষেপ দাবি করেন। তবে এই ঘটনার চূড়ান্ত ফল এখনও সামনে আসেনি।
Leave a Reply