হেরে গিয়েও জিতে গেল তৃনমূল
ফলাফলের ৬ দিন পর আসন পেল তৃনমূলের জয়ী প্রার্থী।
ধর্না দিতে হল পঞ্চায়েত প্রধানের তকমা ছিনিয়ে নিতে ।
বিজেপি প্রার্থী কে সরিয়ে ক্ষমতায় তৃনমূল।
কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার ।পঞ্চায়েত নির্বাচনে বারংবার এই কথাই উঠেছে বিভিন্ন দলের মুখে।তবে একজনকে বিজয়ীর সার্টিফিকেট দেয়ার পর তা কেড়ে নিয়ে অন্য কাউকে দেওয়ার ঘটনা বোধহয় বেণজির। তাও যদি হয় নন্দীগ্রামের বুকে। প্রথমে জয়ীর সার্টিফিকেট দেয়া হলো বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীকে,। পরে জানা গেল তিনি জয়ী নন জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরে সেই সার্টিফিকেট আবার দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। , পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে তুমুল বিশৃঙ্খলা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের বিডিও অফিসে।
পঞ্চায়েত নির্বাচনে এই আসন থেকে তৃণমূল প্রার্থী ছিল তাপসী দোলাই । অন্যদিকে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী ছিল রীতা বল্লভ। আটই জুলাই ত্রিস্তরীয় নির্বাচনের পর ১১ তারিখ গণনা শেষে গণনা কেন্দ্র থেকে রিতা বল্লভকে জয়ী বলে ঘোষণা করা হয় । তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় রিতা বল্লভ 294 ভোট পেয়েছে। অন্যদিকে তাপসী দোলাই পেয়েছে ৪৭১ টি ভোট। হিসেব মতো বিজয়ী হওয়ার কথা তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী দোলাইএর অথচ বিজয় হিসেবে ঘোষণা করা হয়েছে রিতা বল্লভ কে।
এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৭ ই জুলাই বিকাল চারটা থেকে ধরনায় বসেন দলের কর্মীদের নিয়ে বিজয়ী প্রার্থী তাপসী দোলাই।তৃণমূল সমর্থকদের এই ধর্নার পরই বাধ্য হয়ে নন্দীগ্রামের বিডিও সুমিতা সেন গুপ্ত বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচিত তাপসী দোলাইকে সার্টিফিকেট দেয় । , বিশেষ সূত্রে জানা যায় নন্দীগ্রামের ভিডিও সুনিতা সেনগুপ্ত পূর্বের জয়ী কিন্তু পরাজয় নির্দল প্রার্থী রিতা বল্লভকে চিঠি পাঠিয়েছেন।
তবে কোন প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করবার পর তার থেকে সার্টিফিকেট নিয়ে অন্য এক প্রার্থী থেকে জয়ী বলে তাকে সার্টিফিকেট দেওয়ার ঘটনা বেনজির তো বটেই পঞ্চায়েত নির্বাচনের ইতিহাসে নতুন কাণ্ডও বটে,। যদিও এ প্রসঙ্গে অনেকেরই মতে এতো ইতিহাসের পুনরাবৃত্তি। বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হচ্ছেন এ কথা জানতে পেরে শেষে দেখা যায় শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন। ।
Leave a Reply