91

নিজেরই বয়স ৯১ ।

এলাকার যে কোন বিপদে বিপদতারিনী ৯১ বছর বয়সের গৌরী দেবী।

সরকারি হাসপাতাল থেকে বেসরকারি

তাকে চেনে না এমন লোক খুবই কম।

চিকিৎসা সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান এই গৌরী দেবী

0;05-0;17

 

বয়স তো সংখ্যা মাত্র। আসল মনোবল , ইচ্ছে শক্তি এই দুই থাকলে মানুষ লড়াই করতে পারে আমৃত্যু । এই যেমন ধরুন ৯২ বছর বয়সেই বৃদ্ধা, যে বয়সে এলাকার যুবক-যুবতীরা তার পাশে দাঁড়াবে সেই বয়সেই এই বৃদ্ধা এলাকার যাবতীয় চিকিৎসা গত সমস্যা সমাধান করছে। প্রতিনিয়ত দীর্ঘ ৪৫ বছর ধরে চলছে তার এই সমাজসেবা। কে চেনেনা তাকে ?সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতাল। গৌরী দেবীর নাম শুনলেই ভর্তি হয়ে যায় মুমুর্ষ রোগী থেকে বাচ্চা।

 

 

 

 

 

৯২ বছরের বৃদ্ধা গৌরী দেবী। তমলুকের চিকিৎসক মহলের তার নাম হাওড়া জেলার মাসি। সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পাশাপাশি বিভিন্ন ঔষধ দোকান এবং প্যাথলজি সেন্টারে ওই একটাই তার পরিচয়। আর এই পরিচয় শুধুমাত্র তার কাজ দিয়ে। বাড়ি হাওড়া জেলার শ্যামপুর থানার অন্তর্গত রূপনারায়ণ নদের তীরবর্তী গ্রামে। ভৌগলিক অবস্থানগত কারণে এই এলাকার আশেপাশের ১০-১২ টি গ্রামের সাধারণ মানুষ চিকিৎসার জন্য নদ পেরিয়ে তমলুক শহরে আসেন। আর চিকিৎসা করাতে এলেই তারাই খোঁজ করে এই মাসিকে। কারণ চিকিৎসা সংক্রান্ত বিপদে আপদে তাদের ভরসা মাসিক ওপরেই।

 

0;00-0;30

 

 

গৌরী দেবী নিজে জানান, । তিনি প্রথম তমলুক শহরে আসেন স্বামীর চিকিৎসার জন্য। তারপর থেকেই ডাক্তারি মহলে পরিচয় গড়ে তোলেন। সেই থেকে শুরু, বর্তমানেও প্রতিদিন রূপনারায়ণ নদ নৌকা করে পার হয়ে রোগী নিয়ে তমলুক শহরে আসেন।

 

0;11-0;18

 

প্রতিদিন নদী পেরিয়ে কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা পার করে তিনি যান শুধুমাত্র মানুষকে পরিষেবা দিতে । ছেলে মেয়ের নাতি ,নাতনিরা বারণ করলেও কে শোনে কার কথা? যেন সমাজসেবার জন্যই নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি । তাই আমৃত্যু লড়ে চলেছেন তাদের জন্য।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *