Attendance

উপস্থিতির হার কম হলেও পরীক্ষায় বসতে দিতে হবে ছাত্র-ছাত্রীদের।

অদ্ভুত দাবি অভিভাবকদের।

0;04-0;06

0;19-0;22

দাবি মঞ্জুর করাতে প্রধান শিক্ষককে ঘেরাও।

তুমুল বচসা।

প্রধান শিক্ষক বনাম অভিভাবক

0;00-0;07 teachet

 

 

 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের বার্ষিক ৭৫ শতাংশ উপস্থিতি থাকলে তবেই পরীক্ষায় বসার জন্য উপযোগী হয় তারা.।তবে সর্বনিম্ন কতখানি উপস্থিতি থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে তা ঠিক করে বিদ্যালয় কর্তৃপক্ষ। উত্তরপাড়া অমরেন্দ্রনাথ বিদ্যাপীঠ ঠিক করেছে ৫০ শতাংশ উপস্থিতি না থাকলে সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এমন নির্দেশিকা বের করার পরই কার্যত ক্ষিপ্ত হয়েছে অভিভাবকরা। তাদের দাবি এমন নিয়ম মানবেন না তারা । সমস্ত ছাত্রছাত্রীকেই বসতে দিতে হবে পরীক্ষায় । এমনকি উপস্থিতির হার কম থাকলেও।

Bytepink orna few sec

 

এদিন দফায় দফায় প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। ছাত্র-ছাত্রীদের সামনেই চলে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ ।যার দরুন বিদ্যালয়ের প্রাঙ্গণের ভেতরেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় । তবে একদিকে যখন প্রধান শিক্ষকের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের ভালো শিক্ষা দেয়ার জন্যই এমন নিয়ম লাঘু করা হয়েছে বলে জানানো হচ্ছে,ঠিক তখনই অভিভাবকদের দাবি, স্কুলে আসলেও সঠিক সময় ক্লাস হয় না। অর্ধেকের বেশি সময় ছাত্রছাত্রীরা স্কুলে এসে ক্লাস না করেই বাড়ি চলে যায় শিক্ষক শিক্ষিকারা আসছে না বলে। আবার কারো কারোর ক্ষেত্রে শারীরিক সমস্যার কারণে স্কুলে আসার সম্ভব হয়নি।

Byte 0;00-0;21 mohila

0;00-0;21 pink orna

 

এইরকম শতাধিক ছাত্র-ছাত্রীর অভিভাবকরা দাবি জানান স্কুলের কাছে যাতে তাদের ছেলেদের কে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়। ।

অন্যদিকে স্কুলের তরফ থেকে স্কুলের প্রধান শিক্ষক, অভিজিৎ পাল বলেন, প্রতিবারই কিছু অভিভাবকরা এসে কম উপস্থিতি থাকলেও ছেলেমেয়েদের পরীক্ষায় বসতে দেওয়ার অনুরোধ করেন তবে সমস্ত প্রতিষ্ঠানের কিছু নিয়ম রয়েছে। এবং সেই নিয়ম সবার জন্যই সমান।

Byte 0;30-+0:41 sir — 0;54

এখন দেখার বিষয় এই বিক্ষোভের পর আদতে নির্দেশিকায় কোন পরিবর্তন আসে নাকি ?পুরনো নির্দেশিতাই বহাল থাকে ছাত্রছাত্রীদের জন্য


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *