সামনে মুদির দোকান ,আড়ালে মদের ঠেক।
0;18-0! 25 chosma sky ganji
কাউন্সিলর পুলিশ জানেন সবই
তাদের মদতেই নাকি চলছে বেআইনি ব্যবসা ।
Byte0;00-0;09 neel , pink jama
0;34-0;36 chosma
মাতালদের ভিড়ে রাস্তায় চলা দায় হয়েছে এলাকাবাসীর।
সামনে থেকে দেখলে বোঝা দায় এটি আদতে মুদির দোকান নয় মদের দোকান !সকাল হতে আর পাঁচটা মুদির দোকানের মতনই দোকান খোলেন হুগলির উত্তর পাড়ার এই ব্যক্তি । তবে সকাল বেলা দোকানে যত না ভিড় ,দিন গড়াতেই তত বাড়তে থাকে ক্রেতার সংখ্যা। অন্যান্য মুদির দোকানের তুলনায় এই মুদির দোকানে যেন উপচে পড়া ভিড় । তখনই প্রশ্ন জাগে কি এমন আলু, জিরে বিক্রি করছেন এই বিক্রেতা? যার জন্য এত ভিড় তার দোকানে? জানা যায় জিরে আলু কিংবা হলুদ গুঁড়োর জন্য নয়।আদতে টনিকের জন্যই এই দোকানে এত ভিড়। রাত হলেই মুদির দোকান হয়ে যায় মদের দোকান। আর জিরে আলুর বদলে ফর্দে আসে বিভিন্ন কোম্পানির মদ।
অভিযোগ দীর্ঘদিন ধরেই চলছে এই কারবার। প্রশাসন পুলিশ সমস্ত জানলেও কোন পদক্ষেপ নিচ্ছে না এর বিরুদ্ধে।এর আগেও ৮ নম্বর ওয়ার্ডে ওই দোকানে করোনাকালে বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগ উঠেছিল,কিছুদিন পুলিশি ধরপাকড়ের পর আবার বর্তমানে বেড়ে ওঠে প্রকাশ্যে বেআইনি মদ বিক্রি। যদিও নিজের এই ব্যবসাকে বেয়াইনি বলতে নারাজ মুদি থুরি মদের দোকানের মালিক।
Byte 0;00-0;18 darrrii brown
গতকাল সন্ধ্যা থেকেই ব্যাপক ভাবে ভিড় বাড়তে থাকে দোকানে,রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পথ চলতি মানুষ প্রতিবাদ করতে থাকেন।এলাকার সাধারণ মানুষের অভিযোগ কিভাবে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবে সম্পুর্ণ বেআইনীভাবে পাড়া থেকে মদ বিক্রি চলছে,অথচ নির্বিকার প্রশাসন!
যদিও এই গোটা ঘটনায় স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি গোটা ঘটনা অস্বীকার করেছেন আর কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।অন্যদিকে এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী রা।
Byte
0:34-0;45 bjp
বর্তমানে যে খবর পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই বিক্রেতাকে।
Leave a Reply