Footge
চোখে কালো কাপড় বেঁধে হাইওয়েতে বাইক স্ট্যান্ট
দুঃসাহসী এই যুবক।
মৃত্যু নিয়ে খেলাই তার কাজ ।
চোখ বেধে যশোর রোডের রাস্তায় ।
অবিশ্বাস্য!
চোখে পিস বোর্ড, তারপর ময়দা তারপর আরো একটি কালো কাপড় , চোখ বেঁধে, এই ব্যাক্তিকে ছেড়ে দেয়া হল হাই ওয়েতে। তাও আবার হাবরার ব্যস্ততম রাস্তায় যশোর রোডের রাস্তায়। কিসমত কুমার এর কিসমতের পরীক্ষা এভাবেই করা হয় প্রতিদিন। মৃত্যু নিয়ে খেলেন তিনি। জীবন নিয়ে খেলা। চোখ বন্ধ করে বাইক চালান কিসমত কুমার।তার এই স্টান্ট অবাক করার ক্ষমতা রাখে ছোট থেকে বড় সকলকে। দেশে বিদেশে কিসমত কুমারের খ্যাতি চোখে পরার মতো।
Byte
বিদেশে ও একের পর এক শো করে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন এই ম্যাজিশিয়ান। এবার প্রায় আট বছর পর আবারোও হাবরার কলতান প্রেক্ষাগৃহে তাদের শো নিয়ে হাজির হয়েছেন। এলাকাবাসীদের আনন্দ দিতে পাশাপাশি নানা অসাধারণ ম্যাজিক শো নিয়ে হাজির হয়েছেন বলে দাবি উদ্যোক্তাদের। এই দিন যশোর রোডের রাস্তায় চোখ বন্ধ করে গাড়ি চালানোর মধ্যে দিয়েই মানুষকে আকর্ষিত করতে শো করলেন ম্যাজিশিয়ান কিসমত কুমার।
Byte
তবে তার এই স্টান্ট যে কেবলমাত্র মনরঞ্জন এর জন্য তা নয় ।এর পিছনে রয়েছে মহৎ উদ্দেশ্য। এই বাইক চালানোর মধ্যে দিয়েই আয়োজক ম্যাজিক সংস্থা বার্তা দিতে চাইছেন সেফ ড্রাইভ, সেভ লাইভেরও। থ্যালাসেমিয়া ও এইডস পেশেন্টদের সাহায্যের জন্য এই শো অনুষ্ঠিত হচ্ছে যার থেকে আসা অর্থের ৫০ শতাংশ সাহায্য করা হবে এই রোগীদের চিকিৎসার ক্ষেত্রে। ।
কিসমত কুমারের এই ম্যাজিক দেখতেই উপচে পরা ভিড় দেখা যায় এদিন রাস্তায়। কাতারে কাতারে মানুষ আসে তার প্রতিভা দেখতে।
Leave a Reply