Hero

৬ জন খুনি বনাম একজন হিরো।
চার কিলোমিটার দৌড়ে খুনিদের পাকড়াও করলো পাড়ার রাজু।
2;28-2:29 raju
কাকুর মৃত্যুর বদলা নিল পাড়ার ছেলে।
সিনেমা না বাস্তব!
0;31-0;34 dadu
কীভাবে তৈরী করলেন এসব ?
কোন কৌশলে খুনিদের বাজিমাত করল রাজু ?
Mar danga
জানলে চক্ষু চড়কগাছ হবে আপনার।

এ যেন বাস্তবের হিরো ! না তার জন্য তাকে সাত তলা বিল্ডিং থেকে লাফ কিংবা ১০০ জনকে হাওয়ার গতিতে উড়িয়ে দিতে হয়নি। তবে তার কান্ড খানিক অস্বাভাবিক তাক লাগানোর মত। যা দেখে আপনি বলতেই পারেন সে একাই একশো ।তাৎক্ষণিক বুদ্ধি খাটিয়ে ,৬ জন খুনিকে রাতারাতি ধরিয়ে দিল পাড়ারই রাজু। ভিন্ন রাজ্যের সুপারি কিলারও ফেল করল রাজুর গ্রামীণ বুদ্ধির কাছে । খুনির পিছনে ছুটছে নায়ক, সামনে খলনায়ক পেছনে নায়ক। ঠিক যেন সিনেমার সিকোয়েন্স । তবে এ  যে সিনেমা নয়। অবশেষে খুনিদের পাকড়াও করেই ক্ষান্ত দিল রাজু।

রাজুর কাছ থেকে জানা যায় ঘটনার দিন ভোর বেলায় পাড়ার এক পরিবারে আক্রমণ চালায় দুষ্কৃতিরা। খুন করা হয় বাড়ির গৃহকর্তা ,অন্যদিকে গুরুতরভাবে জখম হয় তার স্ত্রী। তাদেরকেই হাসপাতালে পৌঁছে যখন ফিরছে রাজু, ঠিক তখনই দেও মালির কাছে সেই সুপারি কিলার দের সাথে দেখা হয় রাজুর এবং তার দুই সঙ্গীর । আর তার পরের ঘটনা নিজেরাই শুনুন—-
1:0;2-1;52 raju

সঠিক সময় খুনিদের পিছনে জীবন বাজি রেখে দৌড়ে পুলিশকে ফোন করে যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে রাজু তা সত্যি প্রশংসনীয় ।যে প্রাণহানি হয়েছে তা অপুনর্ভাব। তবে রাজু যা করেছে তার কাকিমা কাকুর জন্য তা সত্যিই প্রশংসাযোগ্য ,তার কোন তুলনা হয় না। এতদিন পাড়ার রাজুকে বেকারের তকমা দিয়েছিল এলাকাবাসী ,আজ সেই রাজু দা হিরো।।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *