Footge
ছোটবেলায় শিস দেওয়ার জন্য স্কুলে খেয়েছিলেন মার,
10-18 lok
এখন শিস দিয়ে গান করে ভাইরাল মুদি ব্যবসায়ী
মুদি ব্যবসায়ীর কন্ঠে শীষ শুনলে মাতোয়ারা হবেনা আপনিও।
Sis
চলছে মুদির ব্যবসা আবার
ক্লাব ফাংশন গানের মঞ্চে তার শিষ একেবারে বিশেষ আকর্ষণ।
তবে জীবনে দুঃখ এখনও বিদ্যমান
1;34-1;45 dida
প্রতিভার কোন সংজ্ঞা হয় না ।কেউ গানে ভালো হয়, কেউ নাচে ভালো হয়, কেউ আবার পড়াশোনায়। প্রত্যেক মানুষই জন্মায় বিশেষ উদ্দেশ্যে, বিশেষ দক্ষতা নিয়ে। তবে শিষ দিয়ে যে এত সুন্দর সুর বাঁধা যায়। তা বোধ হয় না দেখলে বোঝা যেত না । দুটো ঠোঁট তাই দিয়েই সহজেই মানুষকে মুগ্ধ করতে পারার মতন ক্ষমতা রয়েছে এই মুদি ব্যবসায়ীর মধ্যে।
0;38-1:04 lok
নদীয়ার ফুলিয়া টাউনশিপের অন্তর্গত জীবনানন্দ কলোনির বাসিন্দা অসীম মহলদার শোনালেন তাঁর শিষ দেওয়া। । বিভিন্ন ক্লাব ব্যান্ডের সাথে শীষের মেলবন্ধন ওই এলাকার অনেকেরই জানা, সঙ্গীত শিল্পীদের মত তিনিও শিস দিয়ে গান করেছেন বহু অনুষ্ঠানে। এতদিনে তার পরিচিতি তৈরী হয়েছে এলাকায়
তবে আজও জীবনানন্দ বাবুর মনে পড়ে যায় সেই সব দিনের কথা, যখন স্রেফ শীষ দেবার জন্যই বকা খেতেন বিদ্যালয়ে ,কিংবা বাবা-মার কাছে।
0;;0+0;13 dida
তখন তার এই শিল্পের কদর করত না কেউই। এত সুন্দর শিষ দেয়া যে শিল্প তা মানুষের বুঝতে সময় লেগেছে ,মানতে সময় লেগেছে। আজ মুদিখানার বাইরে ও তার জীবিকা নির্বাহ করবার এক মাধ্যম হয়েছে তার এই শিষ দেওয়া । পাড়ায় অনুষ্ঠানে প্রায়শয়ী তাকে দেখা যায় মঞ্চে ওঠে তার এই সুন্দর প্রতিভা প্রদর্শন করতে।
Byte1;60-2;04 lok
ছোট মুদিখানা দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করা অসীম বাবুর ইচ্ছা আগামীতে, শিস দেওয়া স্কুল খুলতে। তবে তিনি নিজে আরো শিখতে চান, প্রতিনিয়ত অনুশীলনের মধ্যে থাকলে এর শিল্প উৎকর্ষতা বৃদ্ধি করা যায় বলে তিনি মনে করেন।
Leave a Reply