Bishodhor

বিষধর গোখরো মারতে অ্যাসিড ।

আধ মরা হতে দয়ার সাগর হল গৃহস্থ।

অসুস্থ সাপকে চিকিৎসা করে জীবন ফিরিয়ে দিল তারাই।

চিকিৎসা করে জীবন দান।

 

বাড়িতে ঢুকেছে সাপ বিষধর, গোখরো ।তাকে দেখে আত্মারাম খাঁচা ছাড়া।

0;12-0:23

ঘরের ভেতর সাপ কোথা থেকে এলো? ঘটনাটি ঘটে বুধবার সকাল 5.50 নাগাদ মুর্শিদাবাদের ফরাক্কা রেল কলোনীতে। স্থানীয় সুত্রে জানাযায়, রেল কলোনীর একটি বাড়ীতে ইলেকট্রিক পাম্পের পাশেই সাপ দেখে চমকে ওঠেন বাড়ির সবাই। স্বাভাবিকভাবেই ঘরের ভেতর বিষাক্ত সাপ দেখতে পেয়ে ভীতি সঞ্চার হয় গৃহস্থের মনে। সঙ্গে সঙ্গেই ঝোঁকের বসে তারা কার্বলিক এসিড ছিটিয়ে দেয় সাপের উপর ,এখানে শেষ নয় ছিটানো হয় ফিনাইল । যথারীতি ফিনাইল এবং অ্যাসিডের দাপটে আধমরা অবস্থা হয় সাপটির। তখনই যেন দয়ার সাগর হয়ে ওঠে বাড়ির লোকেরা। সাপ উদ্ধারের জন্য সাহায্য চেয়ে ফোন করেন বর্তমানে ফরাক্কা সার্কেলের একজন শিক্ষক প্রলয় চ্যাটার্জী কে । যিনি শিক্ষকতার পাশাপাশি বাড়ির মধ্য থাকা সাপকে উদ্ধার করে তার নিরাপদ স্থানে তাকে ছেড়ে আসার পরিষেবা দিয়ে থাকেন।

Byte

 

শিক্ষক চ্যাটার্জী সরকার জানান, রেল কলোনীর বাড়িতে পৌঁছে দেখি বাড়ির লোকজন সাপের আসে পাশে কার্বলিক অ্যাসিড ও ফিনাইল ছড়িয়ে জাল দিয়ে ঘিরে রেখেছেন সাপটিকে। বেচারা ব্যাঙকে তাড়া করে খেতে গিয়ে আটকেও পড়ে ওই জালে। গায়ের বিভিন্ন জায়গায় লেগে যায় ক্ষতিকর কার্বলিক অ্যাসিড ও ফিনাইল।

Byte0:42-1:23

 

। অ্যাসিডের ক্ষমতা কমানোর জন্য সার্ফ জলে তাকে মাথা ধরে ডুবিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়া হয়। তারপর সাপটিকে পরিষ্কার জলেও স্নান করানো হয়। সাপটির শারীরিক অবস্থার উন্নতি হলে ব্যাগে ভরে খবর দেয় বনদপ্তরের বাগদাবারা বিট অফিসে। এখন সাপটি প্রায় সুস্থ হয়ে উঠেছে। বনদপ্তরের তরফ থেকে সাপটি কে নিয়ে যাওয়া হয়েছে। ওনারা সাপটি কে কিছু ক্ষণ পর্যবেক্ষণ করে তার শারীরিক অবস্থা আরও একটু স্থিতিশীল হলে তাকে পুনরায় পরিবেশে ফিরিয়ে দেবেন বলে জানাযায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *