Tmc

*অঞ্চল তৃণমূলের,

অথচ প্রধান হতে চলেছে বিজেপি প্রার্থী

Joy shree ram slogan

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতলেও

তৃণমূলের গড়ে ফুটল পদ্মফুল।

0:28-0;31

 

পঞ্চায়েত নির্বাচনের পর এবার বোর্ড গঠনের সময়। তৃণমূল বোর্ড গঠন করবে তখনই দেখা গেল ধোপে টিকলো না তৃণমূলের কৌশল। পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েও পঞ্চায়েত প্রধানের আসনে বিজেপি প্রার্থী , কাদুয়া গ্রাম পঞ্চায়েতে ১৫টি আসনের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তৃণমূল। চারটি আসন পেয়েছে বিজেপি। কাদুয়ার মালঞ্চ ১৩নম্বর আসন থেকে জয়ী হয়েছেন বিজেপির রথীকান্তবাবু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী সৌমেন বরকে ১৭টি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তবে এখানে তৃণমূল তিন নম্বরে চলে গিয়েছে।

মোটকথা এই পঞ্চায়েতের তৃণমূল বোর্ড গঠন করলেও প্রধানের আসনে বসবে বিজেপি প্রার্থী।

Byte:0:15-0;27 BJP ash color

প্রশ্ন হল তা কি করে সম্ভব ?জানা গিয়েছে যে আসনটিতে বিজেপি প্রার্থী বসতে চলেছে সেই আসনটি এস সি সংরক্ষিত । এস সি প্রার্থী হিসেবে একমাত্র জয়ী প্রার্থী বিজেপির রথিকান্ত । তাই সর্বপরি তৃনমূল জিতলেও এই আসনে তৃনমূল প্রধান হতে পারবে না। পরিবর্তে বিজেপি প্রার্থী রথিকান্ত পাবেন পঞ্চায়েত প্রধানের আসন।

ওই আসনের তৃণমূলের বিদায়ী প্রার্থী বিনাপানি দাস এই প্রসঙ্গে বলেন

Byte0;11-0;43 sada

 

যদি এই প্রসঙ্গে ইতিমধ্যেই দলের অভ্যন্তরে শুরু হয়েছে অসন্তোষ। জিতে যাওয়ার পরেও বিরোধী দল আসনে বসবে তা কিছুতেই মেনে নিতে পারছে না তৃণমূল শিবির। এখন দেখার বিষয় সত্যিই জোড়া ফুলের মাঝে পদ্মফুল ফুটে কিনা


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *