Bari

গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ।

না কোন সমুদ্রে

না কোন সংরক্ষিত বনাঞ্চলে

বহু বছর এই কচ্ছপকে দেখাই যায়নি পরিবেশে।

এবার শান্তিপুরে দেখা মিলল

বিরল প্রজাতির কচ্ছপ

দেখতে অদ্ভুত।

এক ঝলক দেখলেই

একে শনাক্ত করতে পারবেন

আর পাঁচটি কচ্ছপের থেকে ।

 

 

বিরল প্রজাতির কচ্ছপ। বহু বছর যার দেখা মেলেনি পরিবেশে। সেই কচ্ছপেরই দেখা মিলল গৃহস্থের ঘরে।

ঘটনাটি শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের কুন্ডু পাড়ার। জানা যায় আজ ওই গৃহস্থ বাড়িতে কচ্ছপটিকে ঘোরাফেরা করতে দেখে পরিবারের সদস্যরা। কচ্ছপটিকেটিকে দেখেই বোঝা যায় এটি যে সে কচ্ছপ নয় । একেবারে বিরল প্রজাতির কচ্ছপ। এরপরই গৃহস্থের তরফ থেকে ফোন করা হয় বনদপ্তরকে ।

0;00-0;8 neel dari nai

এখানেই শেষ নয় খবর দেয়া হয় শান্তিপুরে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। খবর পেতেই ওই গৃহস্থ বাড়িতে পৌঁছায় অনুপম সাহা এরপর বিরল প্রজাতির কচ্ছপ টিকে সে উদ্ধার করে।

Byte0;00-0;19 dari ache

 

উদ্ধার কার্যের শেষে অনুপম সাহা জানান ,লোকালয় এলাকা থেকে কচ্ছপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি এলাকায়। অনেকেরই ধারণা, বর্ষা হওয়ার কারণে পুকুর বা খানাখন্দ জায়গাগুলিতে জল বেড়েছে, আর সেখান থেকেই হয়তো কচ্ছপটি উঠে এসে গৃহস্থ বাড়িতে ঢুকে পড়ে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *