জন্ম থেকেই নেই তার যোনিপথ ।
জন্ম থেকেই যোনিপথ ছাড়াই জীবন যাপন করছে এই বালিকা ।
0;07-0;14 doc
আশ্চর্য !
সে জানে মাতৃত্তের স্বাদ পাওয়া কখনোই সম্ভব নয় তার পক্ষে ।
বহু পরীক্ষা নিরীক্ষা চললেও হয়নি কোন সুরাহা।
13-17 neel borkha
মেয়ের বিয়ে দেবেন কি করে ?
দুশ্চিন্তায় পরিবার।
0;00-0;09 neel
বড় বড় হাসপাতাল ঘুরেও হয়নি মুশকিল আসান
অবশেষে কৃত্রিম জোনিপথ তৈরি করে নতুন জীবন ফিরিয়ে দিল এই চিকিৎসক।
একে চমৎকার বলবেন নাকি চিকিৎসা? বিজ্ঞানের আশীর্বাদ এ কিনা সম্ভব আজকের দিনে। ঈশ্বর যখন কেড়ে নিয়েছেন কিছু ঠিক তখন চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে অসম্ভব হচ্ছে সম্ভব । একেবারে বিরল ঘটনা। শুনলে অবাক হবেন। এই বালিকার ছোটবেলা থেকেই নেই কোন যোনিপথ ,ভাবতে পারছেন? যোনিপথ ছাড়াই ১৭ বছর রয়েছে সে। তবে এখন যে সে আর ছোট নেই। ক্রমশ বড় হচ্ছে এই বালিকা। এর আগে সমস্যা না হলেও ভবিষ্যতে সমস্যা হবেই । মেয়ের বিয়ে দেবেন কি করে! এ কথা ভেবেই রাতের ঘুম উড়ে গিয়েছিল তার পরিবারের দৌড়োদৌরি কখনো আসানসোল কখনো কলকাতা ছুটে বেরিয়েছেন সুরাহা পেতে.।তবে কেউই করতে পারেনি সেই সমস্যা সমাধান ।
Byte0;10-0:17 neel
ক্রমশ মাথায় বাড়ছে মেয়ে, বাড়ছে পরিবারের দুশ্চিন্তাও। ১৭ বছরের বালিকাও বুঝতে পারছে, মা হওয়া তার পক্ষে সম্ভব নয়। সমস্ত আশা ভরসা জলাঞ্জলি দিয়েই সিউড়ির এক বেসরকারি নার্সিংহোমে এসছিল এই বালিকা এবং তার পরিবার। না শুনতে শুনতেই কানে ধাতস্থ হয়ে গিয়েছে তারা তাও মনে মনে শেষ না শুনতেই সিউরির এই নার্সিংহোমে আসেন তারা ।আর তখনই দেখা হয় সেই জাদুকরের সঙ্গে ।যিনি পারেন অসম্ভবকে সম্ভব করতে। যিনি করেছেন, করে দেখিয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবাশীষ দেবাংশী ।
Byte1;02-1;22 doc
দীর্ঘ দুই মাস চিকিৎসা চলার পর জুন মাসে অস্ত্রপ্রচারের মাধ্যমে তৈরি করা হয় যোনিপথ । এরপর জুলাই মাসের শেষ দিকে পুনরায় পরীক্ষা করে দেখা যায় জুন মাসের সেই অস্ত্র প্রচার সফল হয়েছে। নাবালিকা পেয়েছেন প্রায় তিন ইঞ্চির মত গভীরতা সম্পন্ন যোনিপথ । স্বাভাবিকভাবেই কিছু হবে না ভেবে আশা নাবালিকার পরিবারের মুখে ফুটেছে হাসি ।
0;00-0;23 khoyeri borkha
এছাড়াও তিনি বলেন, ”
1;30-1;54 doc
Leave a Reply