রোদ ঝড়-বৃষ্টি
যাই হোক না কেন সমুদ্রে তাকে নামতেই হবে
0! 06-0;19 sujoy
সমুদ্র থেকেই পয়সা কড়ি আনে এই ব্যক্তি
সেই পয়সা দিয়ে চলে সংসার
মানুষের ফেলে যাওয়া টাকা জমিয়ে পেট চালাচ্ছেন হুগলী সুজয়
Visual
কার কপালে কে খায় !এক্ষেত্রে বোধহয় বলা যায় কার পুণ্যে কে খায় ? সমুদ্র সৈকতে গিয়ে পুণ্য অর্জন করতে অনেকেই দেখা যায় গঙ্গায় পয়সা ফেলতে। আমরা ভাবি আমরা মা গঙ্গাকে অর্থ অর্পণের মাধ্যমে পুণ্য কামাচ্ছি, তবে সেই পয়সাই সংসার চালাচ্ছে হুগলির সুজয়ের। কিছুটা দড়ি ও একটি শক্তিশালী চুম্বক। তাই দিয়েই গঙ্গার জলে ডুবে থাকা পয়সা তুলে আনেন সুজয়ের মত লোকেরা ।
প্রতিদিন বহু সংখ্যক মানুষ গঙ্গার মধ্যে পয়সা ফেলেন। এক টাকা দু টাকা কয়েন গঙ্গা প্রণাম করতে এসে অনেকেই গঙ্গায় ছুড়ে দিয়ে যান। যে পয়সাগুলি গঙ্গায় ফেলা হচ্ছে সেগুলির সলিল সমাধি ঘটে। তবে বর্তমানে রোজগারের তাগিদে কিছু মানুষ চুম্বক নিয়ে গঙ্গায় নিজেদের কিসমত চমকানোর চেষ্টা করে। কখনো ৮০ কখনো ১০০ টাকা এই টাকা পকেটে পুরে বাড়ি ফেরেন সুজয়। তবে বিশেষ পূজা পার্বণের সময় হলেই তার মুখে ফোটে হাসি। দু পয়সা বেশি পান সেই সময়।
, 34-51
Byte
এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানান,
Byte 0;05-0:21 tupi
Leave a Reply