Saap

শোয়ার ঘর থেকে উদ্ধার গোখরো সাপ ।

সকালে চোখ খুলতেই চোক্ষু চড়ক গাছ গৃহস্থের।

ঘরের ভেতর মাটি খুঁড়তেই বেরিয়ে এল একে একে ২৩ টি সাপ।

বেরোচ্ছে তো বেরোচ্ছে ই!

সেই ঘরেই দিবারাত্র হেটে বেরায় একরত্তি।

! আতঙ্কে গোটা এলাকা

 

যে ঘরে বাস মানুষের সেই ঘরেই রয়েছে আস্ত সাপ। তাও একটা দুটো নয় নয় নয় করে ২৩ টি সাপ । রয়েছে ঘরের ভেতরেই। মাটি খুঁড়তেই বেরিয়ে এল সাপের দল। চকচকে গা, লিকলিকে জিব। একেবারে জাত গোখরো।

 

ধূপগুড়ি ব্লকের আলতা গ্রাম রেল স্টেশনে নিকটে বিজেন্দ্র নাথ রায়ের বাড়ি, সেই বাড়ি সাক্ষী থাকল অদ্ভুত ঘটনার। মাটি খুঁড়তেই বেরোচ্ছে সাপ, অফুরন্ত সাপ ।জানা যায়, প্রতি দিনের মত ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করার আগে হঠাৎ বাড়ির লোকের চোখে পরে মেঝেতে থাকা চকচকে কিছুর দিকে। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারেন এ তো সাপ। আতঙ্কে ভয়ে চিৎকার করে ওঠে বাড়ির লোকেরা।

 

 

বাড়ির লোকের চিৎকারে ছুটে আসে, গ্রামের বেশ কিছু মানুষ।প্রথমে সবাই খানিক আতঙ্কিত হলেও পরে তাদের সহযোগিতায় ওই গ্রামের গৃহস্থের ঘরের ভেতরে বাইরে মাটি খুঁড়ে ফেলা হয়। এরপর এক এক করে বেরোতে থাকে একটি বড়ো সাপ সহ প্রায় ২৩টি গোখরো সাপের বাচ্চা!স্বাভাবিকভাবে এতগুলো গোখরো সাপের বাচ্চাকে দেখে গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকাবাসী।

 

অন্যদিকে এরপর বন দপ্তর কে ফোন করা হয়। কিছু সময়ের মধ্যেই স্থানে উপস্থিত হয় তারা। উদ্ধার করা হয় ২৩ টি গোখরো সাপ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *