Bank

যাওয়ার কথা ছিল ব্যাংকে ।

খোঁজ মিলল অন্য রাজ্যে।

 

কোলের শিশুকে রেখে হারিয়ে গেলেন মা।

 

স্বামীকে ফোন করে ফিরছি বলেও ফিরলো না বাড়ি।

সন্তানহারা শিশু।

 

 

এক আজব কান্ড । আবার রহস্যময়ও বটে। ধুপগুড়ির ঝাড় মাগুরমারি এলাকায় হরকিশোর রায় এর স্ত্রী স্বরসতী রায় এর নিখোঁজ হওয়ার কান্ড নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । রাতারাতি হাফিস হয়ে গেলেন স্ত্রী। এ যেন কিছুতেই মেনে নিতে পারছেন না হরো কিশোর বাবু। বাড়িতে রয়েছে তার চার বছরের সন্তান । নিজেকে বোঝাতে পারলেও সন্তানকে কিছুতেই বোঝাতে পারছে না মা হয়েছে নিখোঁজ ।

 

Byte

গত ১৪ ই জুলাই ধূপগুড়িতে ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন সরস্বতী দেবী। কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি, একথা বলে বেরোন তিনি। গোটা দিন পেরিয়ে গেলেও বাড়িতে ফেরা হয় না সরস্বতী দেবীর । শুরু হয় খোঁজাখুঁজি, পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর খুঁজে না পেয়ে অবশেষে পুলিশের দারস্থ হয়। পুলিশির তৎপরতায় ,তদন্ত যখন চলছে তার মাঝেই কাকতালীয়ভাবে ১৫ ই জুলাই নিখোঁজ গৃহবধূ ফোন আসে স্বামীর ফোনে । ভিন্ন রাজ্যের একটি নাম্বার থেকে ফোন করে স্ত্রী জানান বাড়ি ফিরবেন । , এরপর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবারের দাবি। নিখোঁজ গৃহবধূর স্বামী হরিকিশোর রায় বলেন, নিশ্চয় আমার স্ত্রী কোনো পাচারের খপরে পড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

 

Byte


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *