0;02-0;4
1;17-1:24
1:42-1;48
মমতার একনিষ্ঠ ভক্ত সে
দিদি নয় মমতা তার কাছে মা সমতুল্য।
মমতার ডাকেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছেন তিনি।
0;57-1;06
তৃণমূলের প্রত্যেকটি অনুষ্ঠানে তার অবদান অনস্বীকার্য।
পায়ে হেঁটে দিদির ডাকে একুশে জুলাই এর মঞ্চে বর্ধমানের শের আলী।
0:10-0;19
রাজনীতির ময়দানে যখন দল বদলির হিড়িক ঠিক সেই মুহূর্তেই বর্ধমানের শের আলি যেন পাকে পদ্মফুল। দিদির চরম ভক্ত ,দিদির এক কথাতেই দল বদলে ফেলেছিলেন তিনি। 1998 সালে দীর্ঘদিন কংগ্রেস করার পরেও শুধুমাত্র দিদির এক কথাতেই চলে এসেছিলেন জোড়া ফুলে। তারপর কেটে গিয়েছে দুই দশকেরও বেশি সময়। তৃণমূলেই রয়েছেন তিনি । তৃণমূলের সৈনিক হয়ে। পাড়ায় রাজনৈতিক সভা থেকে শুরু করে একুশে জুলাই এর মঞ্চ কোন কিছু ছাড়েন না তিনি। বরাবর মমতা বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অনুষ্ঠানে তার যোগদান রয়েছে ।
Byte 1;11-1:28
তবে শের আলী শুধুমাত্র যে যোগদান করেই নিজের ভূমিকা পালন করেছে তা নয় ,দলের প্রতি তার ভালোবাসা বোঝাতেই নিজেকে সাজিয়ে তুলেছেন একেবারে দিদির মনঃপুত । গোটা মাথা জুড়ে ছেটেছেন জোড়া ফুল। একুশে জুলাই উপলক্ষে এটাই নাকি তার নতুন স্টাইল।
Bytefootge
0;41-0;54
এখানেই শেষ নয়, একুশে জুলাই উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কথা ভেবেই সুদূর বর্ধমান থেকে পায়ে হেঁটে ধর্মতলায় পৌঁছেছেন তিনি একদিন আগেই.। বিনা কোন যানবাহনে ছুটে এসেছে তিনি দিদির ডাকে।
1;39-1:58
শের আলী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় খাঁটি সোনা তারা যদি পায়ে হেঁটে সব জায়গায় যেতে পারে তবে আমি পরবো না কেন।
Leave a Reply