Toilet

টয়লেট প্যানের মধ্যে সাপ।

গায়ে ডোরাকাটা কাটা কাটা দাগ ,একেবারে চকচকে।

একঝলক দেখলেই মনে পড়বে অজগরের কথা।

0! 49-0;50

বিডিও অফিসের সংলগ্ন নির্মীয়মান বাড়িতে উদ্ধার হল সাপ।

0;00-0;07

আতঙ্কে এলাকাবাসী

 

উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বিডি ও অফিস সংলগ্ন এক নির্মীয়মান বাড়িতে এদিন শৌচাগারের প্যানের মধ্যে দেখতে পাওয়া যায় এক আস্ত সাপ । প্যানেলের মধ্যে থেকেই মুখ বাড়িয়ে রয়েছে সে ,তাকিয়ে রয়েছে মানুষের দিকে। ফনা তুলছে সেখান থেকেই । এই কান্ড দেখে কার্যত অজ্ঞান হওয়ার জোগার শ্রমিকরা! সাপ সে কী ?কোথা থেকে এলো ?

সাপ দেখে ভিড়মি খাওয়ার জোগাড় ।আর হবে নাই বা কেন এ সাপ দেখতে পুরো অজগরের মতো । সেইরমই গায়ের রং । সেরকমই মৌখিক গঠন।। জানা গেছে জলপাইগুড়ির টোপামারি এলাকার একটি নির্মীয়মান বাড়ি তৈরির জন্য টয়লেটের প্যান আনা হয়েছিল। সেই বাড়িতে আনা টয়লেটের প্যানের ভেতরে দেখা গেছে সাপটিকে । এই কাণ্ড দেখে কার্যত ভয়ের চোটে অবস্থা খারাপ হয় শ্রমিকদের । এরপর খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে।

 

0;00-0;35

সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস সাপটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়ার কথা জানিয়েছেন। স্বেচ্ছাসেবী সংস্থা আসার পরে জানা যায় পুরো বিষয়। জানা যায় অজগর নয় এ সাপের নাম বালি বোরা এবং জাতেও এই সাপটি অত্যন্ত বিরল ।বিরল প্রজাতির এই সাপটি উত্তরবঙ্গে পাওয়া যায় না। দক্ষিণবঙ্গেও এর দেখা মেলা ভার। যা দেখতে হুবহু অজগর সাপের মতো ।

0;41-0;52

দক্ষিণ বঙ্গের শুষ্ক পরিবেশে থাকা এই সাপটি উত্তর বঙ্গের জলপাইগুড়িতে আদ্র পরিবেশে থাকলে মরে যাবার সম্ভাবনা রয়েছে ।তাই বন দফতরের কাছে আবেদন করেছেন যাতে সাপটিকে উপযুক্ত জায়গা ছেড়ে দেবার উদ্যোগ নেবার জন্য।

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *