Udjapin

তৃণমূল হারতে গ্রামবাসীদের উদযাপন

আনন্দে মাথা ন্যাড়া হয়ে প্রায়শ্চিত্ত করলো গ্রামবাসীরা

১৫ বছরের অপশাসন দূর হয়েছে শনি দূর হয়েছে

এলাকায় বিজেপি জিততেই

গ্রামবাসীদের অভিনব ব্যবস্থা

আপদ বিদায় হয়েছে উদযাপন হবে না

 

দিকে দিকে যখন তৃণমূলের জয়ধ্বনি চলছে পঞ্চায়েত নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর উদযাপন। ঠিক তখন এই গ্রামে একেবারে ব্যতিক্রমী চিত্র দেখা গেল। এই গ্রামে গোহারান হেরেছে তৃণমূল। 15 বছর পর ক্ষমতাচ্যুত হয়েছে রাজ্যের শাসক দল । আপদ দূর হয়েছে। তৃণমূল। তৃণমূল হারতেই শুরু হলো উদযাপন । বৃহস্পতিবার ভাজনঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে মাথা ন্যাড়া করে আনন্দ উৎসবে মাতলেন এলাকার স্থানীয় গ্রামবাসীরা। একদিকে তৃণমূলের হার অন্যদিকে বিজেপি উত্থান ডবল আনন্দ এই গ্রামে।

 

। নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত ১৮ টি আসন বিশিষ্ট ভাজন ঘাট টুঙ্গী গ্রাম পঞ্চায়েত দীর্ঘ ১৫ বছর নিজেদের দখলে রেখেছিল শাসক দল। সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ১৮ টি আসনের মধ্যে ১২ টি তে জয় লাভ করেছে বিজেপি। টিএমসি পেয়েছে ৬টি আসন। ১৫ বছরের ঘাসফুল দুর্গে ধ্বস নামিয়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করার পর পঞ্চায়েতের বোর্ড গঠন করতে ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি।

 

১৫ বছরের শাসনে একটি কাজ ও করেনি তৃনমূল। না করেছে কোন দায়িত্ব পালন। তাই তৃনমূল আর চায় না মানুষ । মানুষ চায় নতুন কাউকে। তারা চায় বিজেপি। এইদিন গ্রামবাসীদের একাংশের মধ্যে এ কথাই শোনা যায়।

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *