Sada

0:24-0;39 sada

 

দশকের পর দশক ধরে বামেদের সৈনিক

তৃণমূলের প্রলোভনে পাল্টে ফেললেন দল।

ওই পারেতে সর্বসুখ আছে বলেই বিশ্বাস করতেন তিনি ।

লোভ সামলাতে না পেরে গিয়েছিলেন তৃণমূলে।

0;09-0;23 sada

একবার ওই ঘাটের জল খেয়ে ।

নাক কান মুলে ফিরে এলেন সিপিএমে

বামেদের মান ডুবিয়ে ঘরে ফিরলেন ঘরের ছেলে।

 

0;52-1;03 lal

 

সিপিএম বরাবরই দাবি করে তাদের দলের কর্মী সমর্থকরা একনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য । দল বদলি তাদের ধর্মে নেই। বারংবার সময় অসময়ে এই বিষয়কে হাতিয়ার বানিয়ে বিরোধী দুই দল বিজেপি এবং তৃণমূলকে কটাক্ষ করেছে বামেরা। তবে বামেদের এই কর্মী যেন খানিক সমস্যাই সৃষ্টি করল দলের শীর্ষ নেতৃত্বদের পক্ষে। ১৯৮৭ সাল থেকে সিপিএমের সদস্য ছিলেন তিনি । পাঁশকুড়া এরিয়া কমিটির সিপিএমের বর্তমান সদস্য শেখ শাজাহান আলী।

0;42-1;03 lal

 

শতাব্দীর পর শতাব্দী ধরে বামেদের ভরসাযোগ্য কর্মী হয়ে ছিলেন তিনি। সেই কর্মী, এবার পঞ্চায়েত নির্বাচনের পর পাল্টে ফেললেন দল । গেলেন তো গেলেন একেবারে তৃণমূলে।বৃহস্পতিবার পাঁশকুড়ায় তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন এই সিপিএমের জয়ী প্রার্থী। তবে রাতারাতি লাল রক্ত থেকে সবুজ রক্ত হওয়া যে মুশকিল এক রাতের বেশি কাটাতে পারলে না তৃণমূলে ! শুক্রবার সকাল হতেই ফের নিজের দলে ফিরে আসলেন সিপিএম নেতা। ফিরে আসতেই কান্নায় ভেঙে পরলেন তিনি।

Byte;0:00-0;38 sadak

 

শুক্রবার সকালে তিনি সিপিএমের দলীয় নেতৃত্বদের সাথে কথা বলে পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে সিপিএমের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলে ফেরার কথা জানালেন সাংবাদিকদের সামনে। শুক্রবার দলে ফিরতে সিপিএম কর্মীর স্বীকার করেন বিভিন্ন রকম প্রলোভন দেখেই তৃণমূল খানিক জোরজবরদস্তি নিজেদের দলে নিয়ে যান তাকে। তিনিও চলে যান ড্যাংড্যাং করতে করতে । তবে ওখানে গিয়েই বুঝতে পারেন সে গুরে বালি।

1;24-1;50 lal

 

 

ঘরের ছেলে ঘরে ফিরতে খানিক অক্সিজেন পায় বামেরা। অন্যদিকে তৃনমূলের বিরুদ্ধে এ হেন অভিযোগকে কার্যত পাত্তাই দেয়নি শাসকদল। বিরোধীদের চক্রান্ত বলে দাবি তাদের ।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *