ব্যালট ব্যালট ব্যালট
,ঠিক কেমন খেতে ?
শুধু মহাদেব মাটি নয়,
আপনি ও পাবেন এই স্বাদ
তবে অশোকনগর হবে যেতে।
সিপিএম কংগ্রেস তৃণমূল যা চাইবেন তাই। তবে রয়েছে বিশেষ শর্ত ।
মাছ মাংস ডিম থাকতে মহাদেব মাটি গিলেছিলেন ব্যালট। তাও আবার বিরোধী দল সিপিএমের। এখন বিরোধীদলের ব্যালট্ খেয়ে তিনি হজম করতে পেরেছিলেন কিনা তা নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করে কোন লাভ নেই। তবে সে ব্যালট খাবার পর বহু মানুষের মনেই কিন্তু এক প্রশ্ন জেগেছিল । তাহলেও কি এমন স্বাদ রয়েছে এই ব্যালটে যে বিরোধীদলের ব্যালট কার্যত চিবিয়ে খেয়ে ফেললেন তিনি ?কেমন খেতে ? ঠিক কেমন স্বাদ? সাধারণ মানুষের মনে কিন্তু এই প্রশ্ন যখন ঘোরাফেরা করছেই আর যদি নাও করে থাকে, তাও ব্যালট এর স্বাদ দিতে এবার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যালট বিক্রি করছে অশোকনগরের সুমন বাবু । চাইলেই আপনি কিনে নিয়ে যেতে পারেন আপনার প্রিয় দলের ব্যালাট চাইলেই খেয়ে নিতে পারেন তা । কেউ বাধা দেবে না, কেউ সমালোচনাও করবে না। তবে হ্যাঁ সাইড এফেক্ট হিসেবে বাড়তে পারে আপনার ডায়াবেটিস।
কারণ এই ব্যালট তৈরি হয়েছে কড়া পাকের ক্ষীরের সন্দেশ দিয়ে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলাতে সকলেই জেনে গিয়েছেন অশোকনগরের মহাদেবের গণনা কেন্দ্রে ব্যালট খাওয়ার ঘটনা। তাকে নিয়েই ইতিমধ্যেই চলছে ট্রোল, মিমের ছড়াছড়ি। তাই এভাবে ব্যালট পেপার খেয়ে নেওয়ার বিষয়টি, এখন মানুষের চর্চার বিষয় হয়ে উঠেছে। আর তাই অশোকনগরের মহাদেবের ব্যালট খাওয়ার ঘটনাকে চিন্তা করে, অশোকনগরেরই প্রসিদ্ধ মিষ্টির দোকান মিষ্টি মহল তৈরি করল ‘ব্যালট পেপার মিষ্টি’। মানুষের মুখে এখন চর্চার বিষয় কিভাবে ব্যালট চিবিয়ে খেলেন মহাদেব তা নিয়ে। তাই সেই চিন্তা-ভাবনা থেকেই অভিনব এই উদ্যোগ নিয়ে মিষ্টির মাধ্যমে ভোটের ব্যালট পেপারের আকারে মিষ্টি বানিয়ে, মানুষের টেস্ট করার সুযোগ করে দিচ্ছে এই মিষ্টির দোকান।
মিষ্টি-টিকে আকার আকৃতিতে দেখতে হুবহু পঞ্চায়েত নির্বাচনে ব্যবহৃত ভোট দেওয়ার ব্যালট পেপারের মতন করা হয়েছে। করা পাকের মিষ্টি সন্দেশ বানিয়ে তার উপর তৈরি করা হয়েছে এই ব্যালট মিষ্টি। যা দেখতে ইতিমধ্যেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন অশোকনগর ৮ নম্বর কালিবাড়ি মোড়ের মিষ্টি মহলে বলেই জানালেন দোকান মালিক সুমন পাল। অশোকনগরের এই দোকানেই এখন মানুষের ভিড়। দলে দলে মানুষ আসছে শুধুমাত্র এই ব্যালট স্বাদ পাওয়ার জন্য। অন্যদিকে দোকানদার এখানে বুদ্ধি প্রয়োগ করাতে লাভের মুখ দেখছে দোকান।
একদিকে যখন ব্যালট পেপার খেয়ে জীবন দুর্বিষহ মহাদেব মাটি। ঠিক সেই সময় তার ব্যালট খাওয়াকে নিয়ে কার্যত ব্যবসা শুরু করেছে এই মিষ্টির দোকান। তবে কড়া পাকের এই ব্যালট সন্দেশ খেয়ে কিন্তু খুশি সকলেই । আর এতে বিতর্কও নেই। তাই আখেরে ক্ষতি কারোর ই নয়।
Leave a Reply