বৌভাতের দিন বরপক্ষ এবং কনে পক্ষের মধ্যে হাতাহাতি।
1;30-1;37 kalo
কনেপক্ষের শাড়ি ধরে টানাটানি
0;53-1;00 meye
তুমুল মারপিট
, মন্ডা মিঠাইয়ের বদলে কপালে জুটলো বেধরক মার
Byte 1;19-1:22 lal
ঘটনার পর বড় সিদ্ধান্ত মেয়ের
1;00-1;05 meye
কারণ জানলে আর বিয়ে করতে মন চাইবে না।
বিয়ে বাড়িতে (Marriage Ceremony) বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে হাতাহাতির খবর হামেশাই শোনা যায়। কোন কোন জায়গায় সামান্য পাঁপড়ের কারণে এমন ঘটনা ঘটে থাকে, আবার কোন কোন জায়গায় বরযাত্রীরা বেশি খেয়ে নেওয়ার কারণে এমন ঘটনা ঘটতে দেখা গিয়েছে। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনার পাশাপাশি এবার একই ধরনের ঘটনার সাক্ষী থাকলো বীরভূম (Birbhum)।
Byte:1:19-:1:22 lal
রবিবার রাতে কনেযাত্রীদের এই ভাবেই শুটিয়ে লাল করে দেওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত গুনসিমা গ্রামে। কিন্তু কেন এমন ঘটনা ঘটলো? জানা গিয়েছে, শনিবার মুসলিম মতে বিয়ে হয় দুবরাজপুর থানার অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের শিমুলডিহি গ্রামের সুরিয়া খাতুনের সঙ্গে সদাইপুর থানার অন্তর্গত গুনসিমা গ্রামের শেখ আতিকুলের। দেখাশোনা করেই তাদের বিয়ে হয়।
শনিবার মুসলিম মতে বিয়ে হয়ে যাওয়ার পর রবিবার ছিল বৌভাত। সেই বৌভাত উপলক্ষে কনেপক্ষের ৩০ জন কনেযাত্রী আসেন। ৩০ জন কনেযাত্রী দেখেই রীতিমতো রেগে লাল হয়ে যায় বরপক্ষ। কথা হয়েছিল ২৫ জন কনেযাত্রী আসবেন। আর এই পাঁচজন কনে যাত্রী বেশি হওয়ার কারণেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ।
Byte0 ;00-0;16 meye
এদিন ক্রমশ সেই বচসা শেষমেষ হাতাহাতির আকার নেয়। আর তখনই নিজের এলাকায় পেয়ে বরপক্ষ কনেপক্ষকে শুটিয়ে লাল করে দেয়।
1;30-1:47 kalo
বরপক্ষ এবং কনেপক্ষের এমন হাতাহাতিতে কনে সহ মোট ১০ জন আহত হন এবং তাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর। গুরুতর আহত ৫ জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য এবং বাকিদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় কনে পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে বর সহ বরপক্ষের চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বর পক্ষের তরফ থেকে দাবি করা হয়েছে, যেহেতু পাঁচজন কনে যাত্রী বেশি এসেছিলেন তাই তাদের খাবারে কম পড়ে গিয়েছিল। খেতে না দেওয়ার কারণেই কনে পক্ষের লোকজন তাদের ওপর চড়াও হন। অন্যদিকে সুরিয়ার ভাই অভিযোগ করেছেন, বর পক্ষের লোকজন আচমকা বাঁশ লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করেন। এলোপাথাড়ি লাঠি, কিল, ঘুষি সব কিছুই চলতে থাকে। এমনকি কনে পক্ষের তিনজন মহিলার শাড়ি নিয়েও টানাটানি শুরু করেন বরপক্ষ।
Byte0! 52-1:00 meye
এই ঘটনায় যারা যারা গ্রেফতার হয়েছেন তারা হলেন বর শেখ আতিকুল, তার বাবা শেখ কালো, শেখ শাকির ও শেখ বাদশা। অভিযুক্ত আরও পাঁচজন পলাতক।
অন্যদিকে এই ঘটনার পর সদ্য বিবাহিতা কনে জানায় এরপর আর কোনরকম সম্পর্ক সে রাখবে না তার শ্বশুর বাড়ির লোকের সাথে। এমন পরিবার তার চাই না।
0;00-0;5 byte: 1;00-10;5
Leave a Reply