Footge
গরু পাচার করতে গিয়ে একেবারে জওয়ানদের হাতে ধরা পড়লো অভিযুক্ত
ভারত ও বাংলাদেশ সীমান্তে পাচারের গরু
রাতের অন্ধকারেই হাত বোতল হওয়ার আগেই ধরা পড়লো জওয়ান দের হাতে
ভারত বাংলাদেশ গরু পাচারের প্রবণতা কমেনি বিন্দুমাত্র সীমান্ত বেরিয়ে ভারতীয় গরু চলে যাচ্ছে বাংলাদেশ রাতের অন্ধকারে এপার বাংলা থেকে ওপার বাংলায় পাঠানো হচ্ছে ভারতীয় গরু বেড়াজাল টপকে বাংলাদেশের পাচারকারীদের সঙ্গে গোপনে সম্পর্ক রেখেছে ভারতের গরু পাচারকারীরা, ফের জামান দের হাতে ধরা পড়ল গরু পাচারকারী।
কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের মধ্যবালাভূত এলাকার ঘটনা। সুত্র মারফত খবর গভীর রাতে বালাভূত গ্রাম পঞ্চায়েতের মধ্যবালাভূত এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের সময় এক ব্যক্তিকে আটক করে বিএসএফের ৬২ নং ব্যাটালিয়নের জওয়ানরা। সূত্র জানা যায় এদিন রাতের অন্ধকারে গরু পাচার করবার সময় জাওয়ানদের হাতে ধরা পড়ে ওই গরু পাচারকারী থানা সূত্রে খবর গ্রেফতার করা ব্যক্তির নাম মহিবুল হক তার বাড়ি অসমের ধুবড়ি জেলায়।
রবিবার তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর আটক করা ব্যক্তিকে তুফানগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। এরপরেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে তুফানগঞ্জ থানার পুলিশ। । থানা সূত্রে আরও জানা যায় আগামীকাল অর্থাৎ সোমবার গ্রেফতার করা ব্যক্তিকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করা হবে।
Leave a Reply