জলের বোতল ভেবে কার্বলিক এসিড
ছোঁড়াছুড়ি করতে গিয়ে বিপদ।
বোতল ভেঙে চোখে মুখে ছড়িয়ে পড়ল শিশুদের।
আক্রান্ত ৬ স্কুল পড়ুয়া।
বিপদ বলে কয়ে আসেনা ।জীবন বড়ই আকস্মিক। কখন কিভাবে বিপদ আসবে তা মানুষ বুঝতে পারে না। এদিন পঞ্চায়েত নির্বাচনের পর প্রথমবার বিদ্যালয়ে গিয়েছিল শিশুরা। সঠিক টাইমে বিদ্যালয় থেকে বেরিয়ে পৌঁছেছিল বিদ্যালয়। যথারীতি তাদের বয়সের কাউকে এক জায়গায় বসিয়ে রাখা বড্ড চাপের । ৬ নম্বর সোনাখালী বিদ্যালয়ের ঘটনা এটি।এইদিন বিদ্যালয় গিয়ে হাতের সামনে জলের বোতল পেতেই তা নিয়ে খেলাধুলা শুরু করে শিশুরা। বোতলে ভর্তি জল নিয়ে খেলতে খেলতে হঠাৎই বোতল থেকে চোখে মুখে ছড়িয়ে পড়ে সেই জল। নিমেষের মধ্যে তারা বুঝতে পারে এ তো জল নয় কার্বলিক অ্যাসিড । একরত্তিদের কান্নায় তখন বিদ্যালয় মাথায় উঠেছে।
Byte
পরবর্তীতে জানা যায়, ভোট কর্মীদের জন্য কার্বলিক এসিড দেওয়া হয়েছিল। এলাকায় পোকামাকড়ের হাত থেকে বাঁচতে। ভোটের পর স্কুল খোলে আর যখন স্কুল হলে তখনই কয়েক জন বাচ্চা ওই কার্বলিক এসিড নিয়ে খেলতে শুরু করে। বোতলে জল ভেবে খেলতে গিয়ে তা মুখে ছুড়ে মারে একটি বাচ্চা অন্য বাচ্চাদের। মুখে হাতে লেগে উড়ে যায় সেই সমস্ত বাচ্চাদেরকে। যাদের সকলের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে।
Leave a Reply