Dhpe

ধোপে টিকে না বিজেপি তৃনমূল কংগ্রেস

সকলকে হারিয়ে আম জয়ী ।

0;38-0;48 neel

একই পরিবার থেকে প্রার্থী হয়েছিল তিন বৌমা

0;02-0:18

তিন বৌমা হেরে ভূত

খেলা নিয়ে বেরিয়ে গেল নির্দল প্রার্থী

0;54-:59

 

 

 

 

পঞ্চায়েত নির্বাচন ২০২৩ এ একাধিক উল্লেখযোগ্য ঘটনার মধ্যে পরিলক্ষিত করবার মতন এক বিশেষ ঘটনা যা সাড়া ফেলেছিল তা হল একই পরিবারের একাধিক সদস্য ভিন্ন দল থেকে ভিন্ন প্রতীক চিহ্ন নিয়ে ভোটে দাঁড়ানো . ।যেমন ধরুন একই বাড়ির দুই বৌমা দাঁড়িয়েছে দুই দলের পক্ষ থেকে । তা কখনো বদলে গেছে ভাই ভাইয়ে কখনো বদলে গিয়েছে যা এ যা এ। চূড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে বাড়ির বউমারাই এবার যেন পঞ্চায়েত ভোটে নেমেছিল পঞ্চায়েত প্রার্থী হওয়ার দৌরে ।

Byte

এবার ফলাফল বের হতেই দেখা গেল আসল চিত্র। ঠিক যেমন হাওড়ার সাঁকরাইল এর মাকুয়া গ্রাম পঞ্চায়েতের বোস পরিবার। এই পরিবারের তিন বৌমা দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে । একজন তৃণমূল, একজন কংগ্রেস একজন বিজেপির পক্ষ থেকে।

Byte 0;45-0;54 cong

লড়াই করবেন বলে নেমেছিলেন মাঠে। তবে দেখা গেল এলাকার মানুষ চাইছে না এদের মধ্যে কাউকেই . ।না বিজেপি না তৃণমূল না কংগ্রেস এমনকি সিপিএম পর্যন্ত না।

1;27-1:39 nighty

ফলাফল শেষে দেখা গেল এই বুথ থেকে জয়ী হয়েছে নির্দল প্রার্থী লতা যাদব জোড়া ফুল কাতে হাতুড়ি হাত এর বদলে আমি এখন এলাকার প্রিয় প্রতীক চিহ্ন।

0;38-0;48 neel

 

একদিকে যখন এলাকায় নির্দল প্রার্থী জিততে যথেষ্ট খুশি এলাকার মানুষজন ।ঠিক সেই সময় নির্বাচনে গোহারা হেরে যাওয়ার পরও খোশ মেজাজে দেখা গেল বোস পরিবারের তিন বউকে । তাদের দাবি এই প্রথম রাজনীতির ময়দানে নেমেছিলেন তারা। তাওবার একই পরিবারের তিন বউ তিনজনের বিরুদ্ধে এটাই তাদের কাছে বড় পাওনা । শুরু থেকে জানিয়েছিলেন এলাকার মানুষ যাকে বেছে নেবে সেই হবে জয়ী তাই আজ হেরে গেলেও তারা খুশি।

1:21-1:31 tmc

 

 

অন্যদিকে ঐ বুথে আমপ্রতীক চিহ্ন থেকে দাঁড়ানো লতা জাদব প্রথমবার রাজনীতির ময়দানে নেমেছেন। তিনি জানান মূলত স্বামীর উৎসাহেই এই লড়াই করতে নেমেছিলেন তিনি স্বামী তৃণমূল কংগ্রেসের কর্মী হলেও ইচ্ছাকৃত নির্দল থেকেই দাঁড়িয়ে ছিলেন লতা।

1;19-1:30 neel

 

 

 

যদিও বোস বাড়ি সূত্রে জানা যাচ্ছে ভোটের মধ্যে একটা চাপা প্রচার ছিল তিন বৌমার একই পরিবারের সদস্য হওয়ার কারণে। সেই নিঃশব্দ প্রচার কি তাহলে বাধ্য করল আমজনতাকে আমকেই বেছে নিতে তার উত্তর হারিয়ে গেছে আমজনতার মধ্যেই।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *