Panchayet

Footge

Naaach

 

0! 21-0;33 mohila

আরো একবার পঞ্চায়েতেরতের সাম্রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও পঞ্চায়েতে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস। যথারীতি দলীয় কর্মীদের মধ্যে এই নিয়ে উচ্ছ্বাসের নেই কোন অন্ত । তবে তাদের সেই উচ্ছ্বাস কার্যত দড়ি দিয়ে বেঁধে রেখেছে দল। নিরঙ্কুশ জয়ের পরও এখনই বিজয় উল্লাস না করার নির্দেশ দেয়া হয়েছে দলের মাথার তরফ থেকে । তাই কার্যত জেতবার পরেও জেতার স্বাদ নিতে পারছে না তৃণমূল কংগ্রেস। অন্যদিকে দলকে যখন কোনরকমে বেঁধে রেখেছে দলের সুপ্রিমো। ঠিক তখনই সমস্ত নিয়মকানুন ভুলে গিয়ে দলের নির্দেশ অমান্য করে আমডাঙ্গায় চলল বিজয় নৃত্য ,উল্লাস, উদযাপন । একেবারে চুটুল নাচ আবাল বৃদ্ধ বনিতা মানুষকে সামিল করে স্বল্পবসনা রূপান্তরিত তৃতীয় লিঙ্গের নর্তকীদের দেখা গেল হিন্দি গানের তালে তালে নানা অঙ্গ ভঙ্গির মাধ্যমে, কোমর দুলিয়ে নাচতে।আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ল সর্বত্র।

Bytefootge

 

সোশ্যাল মিডিয়া জুড়ে এখন এই ভিডিও যেখানে দেখা যাচ্ছে কচিকাঁচা থেকে বৃদ্ধ মানুষ প্রত্যেকেই শামিল হয়েছে এই নাচের আসরে ।কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে শুধুমাত্র এই নাচ দেখার জন্য। তাদেরকে মনোরঞ্জন করে চলেছে এই নর্তকীরা, ডিজে বাজিয়ে কার্যত উদযাপন করা হচ্ছে জয় ।

Byte

 

এই ঘটনার পরই এলাকার বিজেপি নেতৃত্ব সহ বিরোধীদলের লোকেরা সুর চড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে.।জানা যায় চন্ডিগড় পঞ্চায়েতের ৯৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আজমিরা খাতুন স্বয়ং আয়োজন করেছেন এই চুটুল নাচের । দল এবং এলাকার যুবকদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছে এমন অপসংস্কৃতি।

Byte:0;11-0 ;33 mohila

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *