সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েতে জিততে পারলেও অস্বস্তিতে তৃণমূল।
ভিন্ন দল নয় নিজের দল নিয়েই চরম অশান্তি।
0;49-:1;00kalo
পঞ্চায়েত প্রধানের আসনে বসবে কে?
0:40-0:47
জয়ী প্রার্থীদের মধ্যেই আসন টানাটানি।
প্রধান না হতে পারলেই দল ছাড়বো।
0;33–0:39
তৃণমূলকেই হুমকি তৃণমূলের সৈনিকদের
বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিতর্ক সৃষ্টি করে ব্যলট খেয়ে ব্যালাট ভাসিয়ে আরো একবার ক্ষমতায় এসেছে তৃণমূল। আরো আবারো শুরু হতে চলেছে নতুন রাজ পাট। পঞ্চায়েত স্তরের কর্মীরা তাই নিয়ে শুরু করেছে প্রস্তুতি। তবে ইহা সাধারণ মানুষের জানা ছিল না যে দিদির সৈনিকরা লড়াই করছে শর্তের বিনিময়ে অর্থাৎ সিংহাসনের লোভেই রাজার অধীনে ছিল তারা। হুগলি জেলার উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক এ নবগ্রাম পঞ্চায়েতে এখন খানিক তেমনই অবস্থা, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরও দলের কর্মীরাই ভরকে গেছে দলের ওপর। পঞ্চায়েতের প্রধানের আসন না দিলে দল ছাড়ছি। জিতেই হুমকি তৃণমূলকে।
Byte0:27-0:40 kalo
।এই পঞ্চায়েতের আসন সংখ্যা ১৯।এরমধ্যে তৃণমূল জিতেছে ১০টি আসনে আর সিপিএম পেয়েছে ৯টি আসন।একেবারে তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিরোধী সিপিএম।কিন্তু বোর্ড করতে বাধা নেই তৃণমূলের।এই পরিস্থিতিতে এক অন্য সংকটে তৃণমূল দল।এই পঞ্চায়েতের প্রধান আসনটি মহিলা সংরক্ষিত।আর এবার সেই তৃণমূলের জয়ী সদস্যদের মধ্যেই কয়েকজন তাদের প্রধান করতে হবে নাহলে তারা দল ছাড়বে বা অন্য দলে যাবার কথা উঠতে শুরু করেছে।আর এই নিয়েই অস্বস্তিতে পড়েছে শাসকদল তৃণমূল।
Byte
এই বিষয় স্বীকার করে নেয় নবগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদার। তিনি বলেন
Byte0;40-1;00klo
আর এই পরিস্থিতিতে সিপিএম নেতা অভিজিৎ চক্রবর্তী কটাক্ষ সূরে বলেন
Byte0;13-0;27 holud
ভোটে জেতার পরেও নবগ্রাম এলাকায় শাসকদল তৃণমূল যে তাদের জেতা প্রার্থীদের নিয়েই এখন অস্বস্তিতে পড়েছে সেটা বলাই যায়।আর আগামী দিনে এই পঞ্চায়েতে কি হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।।
Leave a Reply