তৃণমূলের কাছে মাত্র তিন ভোটে হেরেছে সিপিএম।
ফলাফলের পরের দিনই ঝোপ থেকে উদ্ধার হল সিপিএমের নামে 15 টি ভোট।
1:10-1;19 sada
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পনেরটি ভোটের জন্যই নির্বাচনে হেরে গেছে সিপিএম।
0;37-0;44 mohila
ব্যালট বক্সের বদলে ঝোপ থেকে উদ্ধার হল ব্যালট পেপার।
কারচুপি জনসমক্ষে।
0;47-0:53 mohila
পঞ্চায়েত ভোট নিয়ে এবার শিরনামে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পূর্বস্থলীর নীলমনি ব্রহ্মচারী ইন্সটিউশন। এখানের ১৬৫ নম্বর বুথের ( কারিকরপাড়া) ভোট গননা নিয়ে শোরগোল পড়েছে এলাকায়। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী মারিয়া বিবি শেখ ৩ টি ভোটে পরাজিত হয় তৃণমূল প্রার্থীর কাছে। মাত্র তিন ভোটের নিরিখে জয়লাভ করে তৃণমূল । তবে শুক্রবার দেখা গেল এই পাটুলি কিষানমান্ডির পাশে একটি ঝোপ থেকে ১৫টি ব্যালট পেপার উদ্ধার হয়। আর আশ্চর্যজনকভাবে ওই 15 টি ভোট ই ১৬৫ নম্বর বুথের। যেখানে ভোট পড়েছে সিপিএম প্রার্থী মারিয়া বিবির নামে।
পাশাপাশি প্রিসাইডিং অফিসারেরও স্বাক্ষর আছে। সেই ব্যালট পেপারের স্থান এখন রাস্তা।যা নিয়ে এলাকার রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুরু হয়েছে।
Byte1;08-1:21 sada
প্রসঙ্গত এই বুথে তৃণমূলের কাছে মাত্র তিন ভোটের জন্য হেরেছিল সিপিএম। তবে ওই 15 টি ভোট যদি যোগ করা হয় তাহলে দেখা যাবে তৃণমূলের থেকে একেবারে পরিষ্কার ভাবে, জিতে যাবার কথা সিপিএমের । যথারীতি গণনা সময় ওই ভোটগুলি যোগ না করাতেই বিজয়ী হয় তৃণমূল।
Byte-0;47-0;57mohila
এদিন এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ সাহার হাতে পড়ে ওই ব্যালাট পেপারগুলি। তারপরে কার্যত ঝাঁজিয়ে ওঠে বামেরা। তাদের দাবি এভাবেই বিভিন্ন বুথে কারচুপি চালিয়েছে তৃণমূল।
Byte1;55-1;59 sada
অন্যদিকে ৩ ভোটে হারা সিপিএম প্রার্থী মারিয়া বিবি দাবি করেছেন, ব্যালট পেপার লুকিয়ে রেখে আমাকে জোর করে হারানো হয়েছে।
Byte0;19-0;33 mohila
Leave a Reply