বজ্র পদার্থের পাশেই পড়ে রয়েছে ভোট দেওয়া ব্যালট।
0;03-0;11 neel
ভোট দেয়া ব্যালট গড়াগড়ি খাচ্ছে নদীর ধারে ।
0;16-0;21
একেবারে আবর্জনার পাশে , নদীতে ভাসছে মানুষের অধিকার।
0;22-0;32
সাত সকালে কুমারগঞ্জে উদ্ধার হল বৈধ ব্যালট
নির্বাচনের ফলাফল বেরোনোর পরেই একাধিক প্রান্ত থেকে যেভাবে বিতর্কিত চিত্র উঠে আসছে তাতে নির্বাচনের গণনায় যে সত্যিই কারচুপি হয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই .।সেই দাবিই বারংবার করছে বিরোধীরা।এখানেই শেষ নয় ভোটের পর যতত্রত পাওয়া যাচ্ছে ভোট দেওয়া ব্যালট । যা আশ্চর্য করছে সাধারণ মানুষকে। ভোট দেয়া ব্যালট বেরোচ্ছে কি করে বেলট বাক্স থেকে! অর্থাৎ গণনা কালীন সময় কিংবা তার আগেই ব্যালট বাক্স খুলেছে অন্য কেউ .।যাদের উদ্দেশ্য ছিল বিশেষ কোন দলকে জিতিয়ে দেওয়া । এইসব বিতর্কই যখন দানা বাদছে ঠিক তখনই আবারো কুমারগঞ্জে উদ্ধার হল বেশ কিছু বৈধ ব্যালাট।
Byte0;00+0! 31neel
আত্রেয়ী নদীর ধারে ও জলে গতকাল ব্যালট পেপার ভাসতে দেখতে পাওয়ার পর আজ সকালে কুমারগঞ্জ এলাকার ধাদড়পাড়া এলাকার বর্জ নিষ্কাশন এর সামনে ভোট দেওয়া বেশ কিছু ব্যালট ছড়ান ছিটান অবস্থায় দেখতে পাওয়া যায়। এই ঘটনায় চাঞ্চল্য কুমারগঞ্জ ব্লক জুড়ে। প্রশ্ন উঠছে ব্যালট এর মত গুরুত্বপূর্ণ জিনিস রাস্তায় খোলাম খুচির মত পড়ে আছে কিভাবে? কারা করলো এমন কাজ ?অর্থাৎ এই ভোট গুলোই পারতো ভোট গণনার মোড় বদলে দিতে. ।মানুষের ভোট যেন রাস্তায় ধুলোর সমানুপাতিক হয়ে গিয়েছে। প্রশ্ন ওঠে মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর ।
অন্যদিকে এই খবর কুমারগঞ্জ থানায় পৌছতে পুলিশ এসে ব্যালট গুলি উদ্ধার করে নিয়ে যায়।
বিজেপি জেলা সভাপতি স্বরুপ চৌধুরী জানান,তৃনমুল ও কুমারগঞ্জ বিডিও যৌথ প্রচেষ্টায় বিজেপির প্রার্থী দের হাড়ানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে।
Byte0;06-0:21 chosna chara
যদিও তৃণমূল এর সহ সভাপতি সুভাষ চাকি জানান ফোটে হেরে গিয়ে বিজেপি এখন ষড়যন্ত্র করতে চাইছে তৃণমূলের বিরুদ্ধে
0;02-0:28 chsoma
Leave a Reply