Robi

0;34-0;44 sada rabindranath

0;00-0;23 beguni

 

ব্যালট খেয়ে হজম করা কি এতই সহজ ?

জল ছাড়া হজম করা যায় নাকি!

আল্ট্রাসনোগ্রাফি করে দেখা হোক সত্যি আছে কিনা ব্যালট?

আল্টাসনোগ্রাফি বলবে সত্যিই খেয়েছিল নাকি

তিনি আস্ত ব্যালট

 

জীবনের বিশেষ এক সময় মানুষ লোহা খেয়ে পর্যন্ত হজম করার ক্ষমতা রাখে ।তবে সে তো কথার কথা । হজমশক্তির প্রমাণ দিতে গিয়ে ব্যালট খাবার কোন মানে হয়? যদিও ভুরকুন্ডা গ্রামের তৃণমূল প্রার্থী মহাদেব মাটি ব্যালট খেয়েছিলেন অন্য স্বার্থে। তার চোখের সামনে জিতে যাচ্ছেন সিপিএমের প্রার্থী। এ দৃশ্য চোখে সইতে পারবেন না । তাই আগেবাগেই করমর করে চিবিয়ে খেয়েছিলেন ব্যালট । ব্যাস তারপর থেকে বাঁচা দায় হয়েছে মহাদেব মাটির।রাহু তো দূরের কথা, মহামানবের তকমা পান তিনি। ব্যালট হজম করতে পারে এক মানুষ। তাই আশ্চর্য করে বিরোধীদল থেকে শুরু করে গ্রামবাসীদের।

Byte

 

এদিন মহাদেব মাটির এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার জানান গণনার একেবারে শেষ পর্বে এসে যখন আর মাত্র চারটি ব্যালট গোনা বাকি তখনই হঠাৎ ঢুকে এসে ব্যালাট মুখে পুরতে শুরু করেন এই মহাদেবৃ ফলপ্রসূত গণনার শেষ অংশে উপনীত হতে পারে না এজেন্ট ।

Byte0;23-0;41 sda lal chek

 

তবে সেই বুঝেই পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যার জেরে রীতিমতো দুপক্ষই দেখছে আশার আলো দেখছে।রবীন্দ্রনাথ বাবুর বিশ্বাস এবার ভোট হলে তার জেতা আটকাতে পারবে না কেউই। অন্যদিকে নিজের নামে এই অপবাদ ঘোচাতে তিনিও চান আবারও হোক নির্বাচন। এই অপমান আর কতদিন! বাড়ি থেকে বেরোনো দায় হয়েছে মহাদেব মাটির। আত্মীয়-স্বজন থেকে বিরোধীদল যে পারছে অপমান করছে। তার দাবি একসাথে ২৫ টি ব্যালট চিবিয়ে খাওয়া কি কোন মানুষের পক্ষে সম্ভব ! আল্ট্রাসনোগ্রাফি করা হোক তাহলেই ধরা পড়বে আসল তথ্য।

Byte 0;03+0;31 beguni

তবে এই মুহূর্তে আশা করা যায় আল্ট্রাসনোগ্রাফির আর কোন দরকার হয়তো পড়বে না .।নির্বাচন কমিশনের নির্দেশেই দ্বিতীয়বার নির্বাচন হতে চলেছে সবকিছু ঠিক থাকলে এতেই বোঝা যাবে কিস মে কিতনা হে দম । তাই সংবাদ মাধ্যম থেকে সাধারণ মানুষ সবার চোখ থাকবে মহাদেব মাটি এবং রবীন্দ্রনাথ মজুমদারের দিকে


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *