বহু শতাব্দিপার উদ্ধার হল বিলুপ্তপ্রায় প্রাণী
মুষলধারে বৃষ্টির জেরে ই খুঁজে পাওয়া গেল হারিয়ে যাওয়া প্রাণের
বিরল প্রাণী দেখতেও অদ্ভুত কতখানি বিপদ রয়েছে আবহাওয়ার কারণে ডুয়ার্স জুড়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, সকাল থেকে রাত পর্যন্ত সেই বৃষ্টির ধরার নাম নেই কোন এর মাঝে সাধারণ জীবন যাপন যেমন ব্যাঘাত ঘটেছে ঠিক তেমনি বন্য প্রাণীরাও বাসস্থানের অভাবে ভুগছে এর মাঝেই আলিপুরদুয়ার ১ নং ব্লকের শালকুমার মুন্সিপাড়ার বাসিন্দা শচীন্দ্রনাথ সরকার চোখে পড়ে এক বিরল প্রজাতির প্রাণী জীবনেও এই ধরনের কোনো প্রাণী দেখেননি তাকে দেখতে খানিকটা
তবে শচীন্দ্রবাবুর চিন্তা ভাবনা মনন কোন কিছু ঠাহর করতে পারছিল না এজন্য আদতে ঠিকই বা কতখানি ভয়ঙ্কর তাই কাউকে কিছু না বলে তিনি দ্রুততার ছেলেকে ডেকে পাঠান।
। তারপরেই ওনারা জানতে পারেন অনেকেই এই প্রাণীটিকে বনরুই বলে চেনেন, কিন্তু এর বিজ্ঞানসম্মত নাম প্যাঙ্গোলিন।যা বর্তমানে বিলুপ্ত হতে বসেছে।তারপরেই সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান সচীন্দ্রনাথ সরকারের ছেলে রঞ্জিত সরকার।
অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই বিলুপ্তপ্রায় এই বণরুই অর্থাৎ প্যাঙ্গোলিন দেখতে ওই বাড়িতে ভিড় জমান গ্রামবাসীরা। এদিন শচীন্দ্রবাবুর বাড়ি যেন হয়ে উঠেছিল চিড়িয়াখানা দলে দলে মানুষ শুধুমাত্র এই বিরল প্রজাতির প্রাণীর এক ঝলক দেখা পেতেই ছুটে আসছিল তার বাড়িতে। যদিও
পরবর্তীতে বনদপ্তরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে জলদাপাড়া শিসামারার বনকর্মীরা এসে প্যাঙ্গোলিন টি নিয়ে যান। বনকর্মীরা বলেন এই প্যাঙ্গোলিনটিকে জলদাপাড়ার জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।
Leave a Reply