কথায় আছে স্বভাব মরলেও যায় না।
পিসি জয়ী হয়েছে ভোটে।
রাত গুজরাতেই ছাগল চুরি করলো ভাইপো
0;00-0;03 ghomta
পিসির মাথা হেড
হাতে না হাতে ধরা গ্রামবাসীদের হাতে
0;32-0;43 ghomta na
মান সম্মান ইজ্জত সব মিশে গেল ধুলোয়
0;0-0;10 bjp
যত গন্ডগোল পিসি ভাইপোতে। আসানসোল জামুরিয়া গ্রাম পরিষদে জয়ী হয়েছে তৃণমূল। সেখানকারই জয়ী প্রার্থী পুতুল ব্যানার্জি। তার জয় নিয়ে মাতোয়ারা গোটা গ্রাম তৃণমূল সমর্থক থেকে কর্মীরা । সম্মান সহকারে ভোটে জিতেছেন তিনি তাই এলাকায় তার সম্মান গর্ব কম নয় কিছু। তবে রাত যেতে না যেতেই সেই গর্ব সে সম্মান গেল ধুলোয় মিশে । পিসি জিতেছে নির্বাচনে ওমা! , সকাল হতেই পুতুল ব্যানার্জির ভাইপো ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লো এলাকাবাসীর হাতে।
0;;04-0;30 gamcha
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির এলাকায় , একটি চার চাকা করে ৩-৪ জন ছেলে এসে এলাকাতে ঢুকে পড়ে এরপরই ছাগল চড়ছে এমন একটি জায়গায় গাড়ি থামান তারা। হঠাৎই দেখা যায় একটি ছাগল কে চেংদোলা করে গাড়িতে তুলছেন তাদের মধ্যে একজন । ভাগ্যবসত দেখতে পেয়েই ছুটে আসে গ্রামের কিছু বাসিন্দা ।
0;32-0;43 ghomta na
এরপর তাদের টেনে গেছে গাড়ি থেকে বের করতেই দেখা যায় আর কেউ নয় জয়ী পঞ্চায়েত পরিষদের ভাইপো যার পিসিকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন এলাকার ই মানুষ। তার ভাইপোই কিনা ছাগল চোর। এরপর কোন কিছু চিন্তা-ভাবনা না করেই সরাসরি পুলিশকে ফোন করে স্থানীয় বাসিন্দা। ধরে নিয়ে যাওয়া হয় ওই চারজনকে। এরপরই কার্যত এলাকায় হুলুস্থুলুস্থুলু পড়ে যায় এই ঘটনাকে ঘিরে ,।
এই বিষয়ে তৃণমূল জয়ী পার্থী পুতুল ব্যানার্জি জানান ঘটনা এই ঘটনা কি বিরোধীরা বড় আকারে করছে , সেরকম কিছুই নয় ,
Byte1;30-1;37
অন্যদিকে বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জী এই নিয়ে একহাত নেন তৃনমূলের।
0;00-0;22
Leave a Reply