Sukanta

Footge
হেরো প্রার্থীকে জেতাতে প্রশাসনিক চাপ বালুরঘাটে।
তৃণমূল প্রার্থী হেরে যাওয়ার পরও বি ডিওকে  চাপ দেয়া হচ্ছে  রিএকাউন্টিং এর
বিজেপির কাছে হেরে যাওয়ার পরই
রিকাউন্টিং এর জন্য গণনা কেন্দ্রে পৌঁছে যান তৃণমূলের প্রার্থী
বিস্ফোরক ভিডিও টুইট সুকান্ত মজুমদারের।

কোথাও হারের ভয় ব্যালট পেপার চিবিয়ে খাওয়া, কোথাও আবার হারের ভয় ব্যালট ফেলে দেওয়া । আর এবার ফলাফল বেরোনোর পর হেরে যাওয়াতে দ্বিতীয় বার রি কাউন্টিং করার জন্য বিডিও কে চাপ। হার  যেন
কিছুতেই মানতে পারছে না তৃনমূল।জেতার খিদে গ্রাস করেছে তাদের ।তৃনমূল কে জেতাতে হবেই বিডিওকে  ফোন মারফত হুমকি উচ্চ আধিকারিকের ।এক whatsapp পোস্ট ঘিরে চূড়ান্ত বিতর্ক।
অনুজ শিকদার ফোন করে হুমকি দিচ্ছেন বিডিওকে। যে করে হোক যেটাতেই হবে তৃণমূল প্রার্থী স্নেহলতা হেমরম কে । সেই ভিডিওই হাতে লেগেছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। সঙ্গে সঙ্গে সময় নষ্ট করে তিনিও টুইট করেছেন সমাজ মাধ্যমে।

সুকান্ত মজুমদারের টুইট এর দাবি অনুযায়ী, বালুরঘাটের পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী স্নেহলতা হেমরম হেরে যাওয়ায় পরদিন বিডিওকে রিংকাউন্টিং করার চাপ দেন জেলা আইএনটিটিইউসি সহ সভাপতি রাকেশ শীল। বিষয়টি প্রশাসনিক স্তরে whatsapp করেন বালুরঘাটের বিডিও বলে জানা গিয়েছে। সেই পোস্টটি টুইট করেন সুকান্ত মজুমদার।
যথারীতি এই পোষ্ট ঘিরেই এখন শুরু হয়েছে চরম বিতর্ক। বিজেপির দাবি দিকে দিকে সামগ্রিকভাবে তৃণমূলের জয়জয়কার হলেও এভাবেই প্রশাসনকে কাজে লাগিয়ে চাপ সৃষ্টি করে এবং অপব্যবহার করেই জয়লাভ করেছে তৃণমূল আর এভাবেই বুথের পর বুথে হারানো হয়েছে বিজেপি প্রার্থীদের।

যদিও রাকেশ শীল নামে যার নামে অভিযোগ করা হয়েছে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *