সংশোধনাগারে প্রেম ।
টানা ছয় বছর ধরে প্রেমের সম্পর্কে দুই খুনি
৫ দিনের পে রোলে ছারা পেয়ে
বিয়ে করলেন দুই দাগি আসামি
আসামি থেকে স্বামী। ভালোবাসা কি না পারে! তারা দুজনেই দাগি আসামী। দুজনের বিরুদ্ধেই রয়েছে খুনের মতো অভিযোগ। দুজনেই জেল খাটছেন পাঁচ বছরের বেশি সময় ধরে । দুজনেই বর্ধমান সংশোধনাগারে নিজের ভুলের মাশুল দিচ্ছিলেন । তবে কথায় আছে কিছু ভুল রাস্তা সঠিক পথে নিয়ে যায়। হয়তো তাদের কপালেও তাই লেখা ছিল । সংশোধনাগারে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম আর সেখান থেকে বিয়ে। ভালোবেসে নতুন নজির গড়লো এই দম্পতি।
আসামের বাসিন্দা আব্দুল হাসিম আট বছর ধরে একটি খুনের ঘটনায় যুক্ত থাকার অপরাধে জেল খাটছেন। অন্যদিকে বীরভূমের বাসিন্দা শাহানারা খাতুন ছ বছর ধরে খুনের অপরাধে রয়েছেন এই সংশোধনাগরে। তাই আলাপটা নেহাত কম দিনের নয় তবে তাদের বোধহয় খুঁজতে হয়নি ভালোবাসা। ভালোবাসাই তাদের খুঁজে নিয়েছে। তাদের এক করে দিয়েছে দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকার পর অবশেষে যারা সিদ্ধান্ত নেন বিয়ের সেই মর্মেই মুসলিম রীতি মেনে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুম গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই জেলবন্দী আসামি। বিয়ে করবেন এ কথা ঠিক করতেই পাঁচ দিনের জন্য পেরোল চেয়েছিলেন তারা। আবেদন জানাতে পেয়েও গিয়েছিলেন পাঁচ দিনের জন্য ছুটি এত বছরের জেল জীবনে প্রথমবার দুজনেই বাইরে বেরিয়ে ছিলেন তাও নতুন জীবন শুরু করতে নতুন জীবন যে এভাবে শুরু হবে তা হয়তো কল্পনাও করেনি তারা তবে ওই যে কথা আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আইনের চোখে তারা আসামি হলেও একে অপরের চোখে তারা নিজেদের জীবনে রাখা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তাদের ভালোবাসা যে একেবারে বেনোজির তা বলাই বাহুল্য সাধারণ মানুষ তাদের খুনি তকমা দিলেও তারা একে অপরের কাছে প্রেমের মানুষ মনের মানুষ
Leave a Reply