দিদির সুরক্ষা কবচের দৌলতে খোঁজ পাওয়া গেল নিখোঁজ শিশুর।
0;00-0;4
কাউকে কিছু না বলেই হারিয়ে গিয়েছিল এই শিশু
দিদি সুরক্ষা কবচ পরতেই মায়ের কোলে ফিরল ছেলে।
2;03-2;36
অবিশ্বাস্য ঘটনা
দিদি সুরক্ষা কবজ সত্যিই দিতে পারল সুরক্ষা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক পদক্ষেপ এর মধ্যে দিদির সুরক্ষা কবজ অন্যতম । একটি জনকল্যাণমূলক পদক্ষেপ ,যে পদক্ষেপ জনসাধারণকে আশ্বস্ত করেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছেন তাদের মাথার ওপর ছাতার ন্যায় । তাই এই কর্মসূচির নাম ও হয় দিদির সুরক্ষা কবচ । তবে এই কবজ আদতে কতটা ধন্বন্তরি তা নিয়ে অনেকবারই উঠেছে প্রশ্ন। এর মাঝেই এবার এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। দিদির সুরক্ষা কবচের দৌলতেই বছর ১০ এর ছেলে ফিড়ল বাড়ি । কোলের রাজ ইসলাম ফিরল কোলে ।
পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের বিজয় মিছিলের সঙ্গে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল রাজ। আবিরের খেলায়, বাজনায় এতখানি উন্মত্ত হয়েছিল তার শৈশব যে ইসলামপুর থেকে বাসে চেপে বহরমপুর সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা স্টেশনে পৌঁছে যায় ছোট রাজ। জানা যায় এই শিয়ালদা স্টেশন তার কাছে বহু পরিচিত কারন তার ঠাকমা এখানে বারংবার এসেছে ডাক্তার দেখাতে। তবে তার পরের রাস্তা একেবারেই অচেনা ছিল রাজের কাছে। ভয়ে কাঁদতে কাঁদতে শিয়ালদা থেকে হুগলি ঘাট স্টেশনে নেমে ঘোরাঘুরি করতে থাকে রাজ।ঠিক সেই সময় এক টোটো চালক দেখতে পান এক বালক কান্না কাটি করেছে। ছোট্ট রাজকে তিনি জিজ্ঞাসা করেন তার বাড়ি সম্পর্কে।
Byte 0;43-1;01
তবে তারপরেও রাজ সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না যার ওপর ভিত্তি করে রাজকে বাড়ি ফেরানো সম্ভব। হঠাৎই ভিড় করা লোকেদের থেকে জানা যায় ছোট রাজ সব কিছু বলতে পারলেও তার হাতে থাকা দিদির সুরক্ষা কবজ ব্যান্ড ভাগ্য খুলে দেয় তার। সেই ব্যান্ড দেখতে পেয়েই হরিহরপারার বিধায়ক নিয়ামত সেখকে ফোন করেন ইন্দ্রজিৎ দত্ত।
Byte 2;03-2;36
ভিডিও কলের মাধ্যমে রাজকে দেখিয়ে সনাক্ত করা হয় তারই এলাকার নিখোঁজ বালক রাজ।
এরপর দৌলতাবাদ থানা থেকে খবর যায় বালকের পরিবারে। বর্তমানে জানা যাচ্ছে পরিবার রওনা দেয় চুঁচুড়ার উদ্দেশ্যে।
Leave a Reply