Bjp

বিজেপিকে গোহারা হারালো এক ফেরিওয়ালা

তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে বিজেপিকে ধুলিস্যাৎ করে দিল একাই।

তৃণমূলের এই তরুণ এর সামনে

কাজ করল না বিজেপির পোক্ত মাথা।

 

 

 

ভাগ্যের পরিহাসে সে আজ ফেরিওয়ালা ।জলপাইগুড়ি ময়নাগুড়ি রোড এলাকার প্রতিদিন তাকে দেখা যায় বিভিন্ন রকম খাবারের প্যাকেট ফেরি করতে। এলাকার মানুষ তাকে এভাবে দেখতেই পরিচিত।

0:17-0;22 mohila

এবার সেই তরুণই দাঁড়িয়ে ছিল পঞ্চায়েত নির্বাচনে । পঞ্চায়েত নির্বাচনের এই দৌড়ে তিনি ছিলেন তৃণমূলের প্রার্থী। তৃণমূলের থেকে টিকিট পেয়ে পোক্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নেমেছিলেন তিনি। অবশেষে জয়ের ধ্বজা ও উড়লো মানব সেনের।

0;10-0;15 prarthi

 

সারাদিন ধরে রাস্তায় ঘুরে ঘুরে ফেরি। দিনশেষে যতটুকু টাকা জমতো তা দিয়ে স্বপ্ন দেখত আরো ভালো কিছু করবার । তবে এসবের পাশাপাশি মানবের ইচ্ছে ছিল সমাজসেবা করে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা শুনে মানুষের ভালো করবার । সেই থেকেই রাজনীতির পথে আসার চেষ্টা করছেন মানব।

 

বর্তমান পঞ্চায়েত নির্বাচনে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকা থেকে প্রার্থী হয়েছিলেন মানব।ভোটের ফল প্রকাশ হওয়ার পর দেখা যায় বিজেপি প্রার্থীর তুলনায় ১৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। আর আর তারপরই কার্যত উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে এলাকায় ।

Byye 0;33-0:40

রাজনীতির ময়দানে প্রথমবার পা রেখে প্রথমবারই বিজয়ের মুকুট নিয়ে এসেছে মানব .।এলাকায় তো তা কম গর্বের বিষয় নয় । তবে জেতার পরও বিন্দুমাত্র হেলদোল নেই মানবের মধ্যে । নির্বাচনে জয়ী হয়েও মানব যেন আগের মতোই মাটির মানুষ।

মনের উচ্ছ্বাস মনের মধ্যে গোপন রেখেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তিনি বেরিয়ে পড়েছেন নিজের কাজে।

0;58-1;05

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *