Pete

0;34-0;44

0;00-0;23

 

ব্যালাট খেয়ে পেটে সইলেও ধর্মে সইলো না কারসাজি।

ব্যালট চিবিয়ে খেও হলো না শেষ রক্ষা।

২০ শে জুলাই ফের নির্বাচন ভুরকুন্ঠ পঞ্চায়েতের 31 নম্বর বুথে।

নতুন করে নির্বাচন

নতুন করেই প্রচার।

 

 

পঞ্চায়েত নির্বাচনে ,ভোট পূর্ববর্তী দাঙ্গা , ভোট চলাকালীন সন্ত্রাস এবং তারপর গণনা চলাকালীন যে দাঙ্গা দেখেছে রাজ্যবাসী তা দেখবার পর একাধিক প্রান্তের ভোট গণনার স্বচ্ছতা নিয়ে উঠেছে প্রশ্ন। রাজ্যের এমন বহু কেন্দ্রেই দাবি করা হয়েছে বিভিন্ন রকম কারচুপি করে জিতেছে শাসক দল । রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশেই সেই সমস্ত বুথেই হতে চলেছে পুনরায় নির্বাচন।

গণনাকালীন সময়ে একাধিক গণনা কেন্দ্রে যে চরম বিশৃঙ্খলার চিত্র উঠে এসেছিল তা ছিল অত্যন্ত বিতর্কিত। তবে এই সমস্ত কে মাঠে মেরে দিয়েছিল ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের একত্রিশ নম্বর বুথের তৃণমূল প্রার্থী মহাদেব মাটি। হারের ভয় বিরোধীদলের ব্যালট পেপার চিবিয়ে খেয়ে ফেলেছিল সে। যার ফলে সেই কেন্দ্রের ফলাফল ছিল অমীমাংসিত.।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সেই বুথে হতে চলেছে পুনঃনির্বাচন। আবার সেই একই প্রার্থী সিপিএমের রবীন্দ্রনাথ মজুমদার তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী মহাদেব মাটি আবারও শামিল হবেন নির্বাচনে। তাই প্রত্যেক দলের পক্ষ থেকে শুরু হয়েছে প্রচার।

Byte

এবার প্রচার শুরুতেই তৃণমূলকে কোণঠাসা করবার নতুন খোরাক পেয়েছে বিরোধী দল। পুনরায় নির্বাচনের নির্দেশিকা পাওয়া মাত্রই সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার বলেন গণনার দিন গণনা কেন্দ্রে যাবার আগে পেট ভরে খাইয়ে নিয়ে যাবেন যাতে গণনা কেন্দ্রে আর কোনভাবেই ব্যালট পেপার খেতে না হয় মহাদেব কে।

Byte0;23-0;41Chek chrk

 

অন্যদিকে নির্বাচন ঘোষণা হওয়ায় পর বদনাম ঘোচাতে ময়দানে নেমেছেন তৃণমূল প্রার্থী মহাদেব মাটিও। বিরোধীদের এই অপবাদ এখন বড় দায় হয়ে উঠেছে গোটা পরিবারের কাছে। তাই পুনরায় নির্বাচন হলে সব অপবাদই মুছে যাবে বলে জানিয়েছেন তৃণমূলের প্রার্থী মহাদেব মাটি।

Byte 0;00-0;31 beguni

অন্যদিকে তৃনমূল ও বিজেপির মাঝে আঁতাত নিয়ে সু্র চড়িয়েছে এলাকার বিজেপি প্রার্থী ও।

সম্পর্কের তিনি আবার ওই প্রার্থীরই ছোট ভাই হন।

0;54-1;14 dujon

 

তবে সকলের বিশ্বাস পুনরায় আবারও এই কেন্দ্রে ভোট গ্রহণ হলেই সামনে আসবে কার পাল্লা ভারী। তাই সব পক্ষই আবারও কোমর বেঁধে নেমেছে এই কেন্দ্রে পুনঃনির্বাচনের প্রস্তুতিতে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *