Rally

0;00-0;10

Rally

ভোট যেতেই মাথা মুন্ডন বিজেপি কর্মীর।

জনসম্মুখে ঢাক ঢোল পিটিয়ে ন্যাড়া হলেন এই বিজেপি কর্মী।

মাথায় তিলক পরনে ধুতি কি চলছে এখানে?

নির্বাচনের ফলাফল বেরোতেই অন্য চিত্র মহিষাদলে।

 

রাজু জুড়ে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ইতিমধ্যেই সেই ফলাফল ঘোষণা হতেই দেখা গেছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল একেবারে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েত দখল করতে পেরেছে। তবে সমষ্টিগতভাবে যখন চারিপাশে সবুজ আবিরের ছয়লাপ ঠিক সেই মুহূর্তেই পূর্ব মেদিনীপুর জানো বিজেপির কাছে বিষাদের মাঝেও নতুন আশা । পূর্ব মেদিনীপুরের মহিষাদলের প্রত্যেকটি আসন অন্যবার তৃণমূলের দখলে থাকে । এবছর পঞ্চায়েত নির্বাচনের পর দেখা গেল ১৬ টি আসনের মধ্যে আটটি আসন বিজেপির দখলে। আর বাকি আটটি আসন তৃণমূলের দখলে। যার ফলে মহিষাদল বিধানসভার লক্ষ্যা ১নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫ বছর পর গেরুয়ার ঝড় উঠল।

0;00-0:20 kalo

 

এই নিয়ে যখন মহিষাদলে শুরু হয়েছে বিজেপির উল্লাস । তার মাঝেই এক অদ্ভুত চিত্র উঠে এলো ক্যামেরা সামনে। এক বিজেপি কর্মী মাঠে বসে রয়েছেন, চারিপাশে ঘিরে রয়েছেন কর্মী সমর্থকরা। ঢাকঢোল পিটিয়ে জয় শ্রীরাম ধ্বনিতে ছেয়ে গেছে চারিপাশ। উড়ছে আবির ও। ঠিক সেই মুহূর্তে তাকে দেখা গেল রীতিমতো ন্যাড়া হচ্ছেন তিনি। মাথা মুন্ডন করে সমস্ত চুল কেটে উড়িয়ে দিচ্ছেন তিনি।

Byte

এই দেখেই অবাক হয় একাধিক মানুষ । তবে এরপর জানা যায় আসল ব্যাপার। এই বিজেপি কর্মীর দাবি পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তার এক মানত করা ছিল ।যে মানতের শর্ত ছিল 157 নম্বর বুথে যদি বিজেপি জয়ী হয় তাহলে স্থানীয় জাগ্রত মাশুড়্যা গ্রামের কালী ও শীতলা মন্দিরে সামনে মাথার চুল ফেলে দেবে সে ।

Byte:1;17-1;35

 

ভালবাসো তো আশানুরূপ ফল করতে পেরেছে দল । এ কথা ভেবেই নিজের প্রতিশ্রুতিও রাখেন তিনি জেতার পরে বিজেপি সমর্থক গ্রামের কালী ও শীতলা মন্দির সামনে নিজের মাথার চুল ফেলে প্রতিশ্রুতি পূরণ করলেন। বিজয় উৎসব পালন করলেনগ্রামের সমস্ত ভোটার ।

0;31-1;05


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *