কেন্দ্রীয় বাহিনী ,১৪৪ ধারা মোতায়েন থাকলেও
গ্রামবাসীর চোখের সামনে থেকে লুট হল মন্দির।
0;40-0;47 boura
বিগ্রহের গায়ের গয়না খুলে নিয়ে পালালো ডাকাতরা।
বিগ্রহ উল্টে ফেলে তছনচ।
0;02-0:015 kalo
ভোট গণনার মাঝেই কপাল পুড়ল গ্রামবাসীদের।
মন্দিরে চুরি করে পালালো চোরেরা।
0;20-0;35 kalo
কথায় আছে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। ১১ জুলাই সকাল থেকে টানটান উত্তেজনার মধ্যে যখন সকলে ব্যস্ত ভোট গণনা নিয়ে । একে তো ত্রিস্তরীয় নির্বাচন। তার মধ্যে শুরু থেকেই এই বিশৃঙ্খলা । কার্যত দিন শেষে গ্রামের দখল কার নামে ,তা জানতেই দলে দলে কাতারে কাতারে মানুষ ভিড় করে ভোট গণনা কেন্দ্রে। সকাল থেকে রাত পর্যন্ত নাভিশ্বাস তুলে কাজ চলে ভোট গণনার । রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে গোটা গ্রামে। সমস্ত রকম বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুতিও নেয়া হয়েছে একেবারে। তবে সমস্ত টহলদারি পুলিশি নিরাপত্তা যখন গণনা কেন্দ্রের আশেপাশে। তখনই ঝপ বুজে কোপ মারল এই চোরেদের দল। এলাকা ফাঁকা পেতেই মন্দিরে ঢুকে চুরি করে সাফ করে দিল চোরেরা
Byte 0:23-0;35 kalo
। এদিন সকালবেলা কয়েকজন এলাকাবাসী দেখতে পায়, সুতাহাটা থানার অন্তর্গত কুকড়াহাটি পুলিশ ক্যাম্পের অদূরেই শীতলা মন্দিরের দুটি তালা ভাঙা ,বিগ্রহ উল্টে পড়ে আছে। বিগ্রহের গায়ের গহনা মাথার মুকুট কোন কিছুই নেই। তারপরই কার্যত অবাক হয়ে যায় এলাকার মানুষজন কোথায় গেল মন্দিরের ঠাকুরের গয়নাগাটি? তবে তারপর বুঝতে বেশি সময় লাগেনি যে সুযোগ বুঝে চোরেদের দলই চুরি করে পালিয়েছে। এই ঘটনায় তাজ্জব ওই এলাকার বাসিন্দারা।
Byte boura jhamela
গ্রামের বিশৃঙ্খলা ,গোলাগুলি ঠেকাতে একদিকে এত বেশি নিরাপত্তা আর অন্যদিকে নিরাপত্তাহীনতার এতটাই অভাব যে দিনে দুপুরে চুরি করে পালালো চোরেরা। এ দৃশ্য যেমন অবাক জনক তেমনি হতাশার ।
Bytejhemala
অন্যদিকে গ্রামবাসীর বহু পরিচিত এই মন্দিরের চুরি হতেই বিষাদের সুর বইছে এলাকায়।এলাকার মানুষ সুতাহাটা থানায় অভিযোগ জানিয়েছে। এই মন্দির চুরির ঘটনা কিনারা করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Leave a Reply