তিনমূর্তীর অদ্ভুত কান্ড।
৫০ বছর বয়সে সাইকেল চালিয়ে বৃন্দাবন যাত্রা
ভারতের ম্যাপ আর দু পায়ের ওপর ভরসা করেই বৃন্দাবন যাচ্ছেন তারা।
তাদের মনোবল হার মানাবে তরুণ প্রজন্ম কেউ
ইচ্ছে থাকলে সত্যিই উপায় হয়
একজন পেশায় প্যান্ডেল কর্মী । অন্যজন ডাক্তার আর তৃতীয়জন মুদি ব্যবসায়ী। তিনজন যেন তিন মেরুর লোক। তবে। তবে তিনজনেরই রয়েছে এক ইচ্ছে। সাইকেল চালিয়ে দুনিয়া ঘুরতে চান তারা। এবার সেই তিন মূর্তি অর্থাৎ সঞ্জয় প্রামানিক ,সত্যজিৎ দেবনাথ এবং আসিস ঘোষ সাইকেল চালিয়ে যাবেন বৃন্দাবন । সঙ্গী শুধুমাত্র একটি ভারতীয় ম্যাপ আর সাইকেল। আর যা রয়েছে তা হল অদম্য মনোবল। মাত্র এই কয়েকটা জিনিসকে সঙ্গী করেই ১৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে উত্তর প্রদেশ রাজ্যের বৃন্দাবন যাবেন তারা। তাদের দেখলে অবাক হবেন আপনিও
তবে দুনিয়া ঘোড়ার এই তাগিদ ছিল অনেক ছোট থেকেই। মধ্যবিত্ত জীবন পয়সার হাতছানি সংসার ধর্ম এসবের পিছনে ছুটতে ছুটতে কাটিয়ে ফেলেছেন ৫০ বছর। এবার তারা চান নতুন কিছু করতে। তাই সাইকেল চড়ে দুনিয়া ঘোড়ার ছক কসেছেন তারা। তবে এই বৃন্দাবন যাত্রাই প্রথম নয় এর আগে পুরীতে সাইকেলে চেপে গিয়েছিলেন এই তিন।
৫০ বছর বয়সে যখন তার বয়সী বাকি পাঁচটি লোক চিন্তা করছে ভাতা কিংবা অবসর সম্পর্কে। ঠিক তখন এই তিন মূর্তি বলছে একই সাথে হাত ধরে একই পথে চলবো। কিংবা এই পথ যদি না শেষ হয় । তবে এত দূর গন্তব্যের মাঝে থাকবেন কোথায় ?থামবেন কোথায় ?খাবেনই বা কি কোথায়? এ প্রশ্ন করতে তাদের উত্তর. ।
শান্তিপুর থেকে বৃন্দাবন যেতে তাদের সময় লাগবে প্রায় ১৫ দিন। মাঝে বিভিন্ন মঠ মন্দির এবং সুরক্ষিত জায়গায় তারা রাত্রি নিবাস করবে এবং দিনের বেলা প্রায় ১০০ কিলোমিটার পথ সাইকেলে পাড়ি দেবে বলেই জানালেন তারা।
তবে সেই যাত্রায় যাওয়ার আগে নিজেদের গুরুর কাছ থেকে আশীর্বাদ নিলেন এই দিন তারা । এই যাত্রা যে শুধুমাত্র নিজেদের বিনোদনের জন্য তা নয় তারা চায় সমাজের কাছে এক বার্তা দিতে। সমাজকে জানাতে যে ইচ্ছে থাকলে উপায় হয়। ইচ্ছে থাকলে সমস্ত বাধা অতিক্রম করা যায় । সত্যি বলতে ব্যক্তিদের দেখলে আপনার হয়তো ইচ্ছা করবে পঞ্চাশের আগেই চলো যাই চলে যাই দূর বহুদূর
Leave a Reply