উধাও মোদি ম্যাজিক ।পঞ্চায়েত ভোটে খাটলই না মোদী ম্যানিয়া । বরঞ্চ ২০২৩ পঞ্চায়েত ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরো একবার গ্রাম দখলের লড়াইয়ে মমতার দাপট ।পরিষদের ২১ টির মধ্যে ২১ টি , ৮ টি পঞ্চায়েত সমিতির মধ্যে সব কটি নিজেদের দখলে নিয়েছে তৃণমূল । আশ্চর্য বিষয় তার মধ্যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নিজের জেলাও রয়েছে ।
যদিও রাজ্য বিজেপির সভাপতি সুকান্তর দাবি সন্ত্রাস ও ভোট গননায় কারচুপি করে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এটা ভোট নয় ভোটের নামে প্রহসন মাত্র।
Byte0;03-0;28
কাউন্টিং এর নামে বিভিন্ন বিজেপি ক্যান্ডিডেটদের হারিয়ে দেয়ার অভিযোগ পেয়ে গণনা কেন্দ্রে হাজির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।। বালুরঘাট ব্লকের গণনা কেন্দ্র বালুরঘাট কলেজে এদিন রাত বারোটার পর এই অভিযোগ পেয়ে বিজেপি রাজ্য সভাপতি হাজির হন। সুকান্ত মজুমদার জানান বিজেপির জয়ী প্রার্থীদের হারিয়ে দেয়ার চক্রান্ত চলছে এই অভিযোগ পেয়েই বালুঘাটের বিডিওর সাথে দেখা করতে এসেছি।
Byte0;00-0;16 grill
রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শুরু থেকেই সরগরম ছিল পরিস্থিতি ।নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিশৃঙ্খলা, জেতার খিদে এতোখানি তীব্রভাবে গ্রাস করেছে রাজনৈতিক দলগুলিকে। যে ভোটে জিততে মানুষ খুন করতে দুবার ভাবতে হয়নি কাউকে। তবে ভোটে জেতার জন্য বিজেপি থেকে তৃণমূল কিংবা নির্দল শুরু থেকেই প্রচার চালিয়েছে দেদার । পোস্টার ,প্ল্যাকার্ড ,ফেস্টুন প্রভৃতি সমন্বয়ে চলেছে প্রচার । খাড়া হয়েছে একাধিক তত্ত্ব । শুভেন্দু সুকান্তর আত্মবিশ্বাস পঞ্চায়েত হবে এবার বিজেপির দখলে ই। তা তো হল না বরঞ্চ এক ঝড়ের দাপটে উড়ে গেল বিজেপি। যদিও সেই হার মেনে নিতে নারাজ বিজেপির শিবির। তাদের দাবি এ ভোট ভোট নয় সন্ত্রাস হয়েছে, ছাপ্পা হয়েছে এ সমস্ত না হলে বিজেপির দখলেই আসতো গ্রাম পঞ্চায়েত ।
বিরোধী দের দাবি ভোটে হেরে এখন আঙুর ফল টক হয়েছে বিজেপির কাছে।
Leave a Reply