Neta

1;31-1;40neta

1!;13-1:21 neta

Crpf tohol

 

শান্তিপুরে অশান্তি ।

ভোট পরবর্তী হিংসায় অশান্তির আগুন শান্তিপুরে

চলছে দেদার বোমাবাজি চলছে দেদার বিশৃঙ্খলা

তৃণমূলের অভিযোগ বিজেপি দায়ী

1:21-1:29

বিজেপির অভিযোগ তৃনমূল দায়ী

0;00+0;21 chele

আদতে কে দায়ী?

কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা ।

 

ভোট পরবর্তী হিংসা যেন থামার কোন নামই নেই ।গ্রাম দখলের লড়াইয়ে শেষমেষ জয়ের মুকুট উঠলো তৃণমূলের মাথায় । তবে তারপরও থামেনি শাসকদল বনাম বিরোধী দলের বিবাদ । ভোট চলাকালীন হিংসা পরিণত হয়েছে ভোট পরবর্তী হিংসায়। জেতার পরেই নতুন অক্সিজেন পেয়েছে শাসক দল। এবার শাসকদলের বিরুদ্ধে জয়ী বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা এবং বোমাবাজির অভিযোগ উঠল নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েত অঞ্চলে।

। বিজেপির অভিযোগ, ওই পঞ্চায়েতের বিজেপির জেতা প্রার্থী গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে গিয়ে হামলা চালায় তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। এরপরেই বিজেপির জয়ী প্রার্থী সহ তার স্ত্রী ও ছেলেকে বেধারক মারধর করে। তারপরে এলাকায় শুরু করে ব্যাপক বোমাবাজি।

Byte 0:34-0;56

যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করে ওই পঞ্চায়েতের পরাজিত তৃণমূল প্রার্থী পুতুল দাস। তাদের অভিযোগ প্রথমে বিজেপির কর্মীরা তাদের বাড়িতে এসে চড়াও হয়, এরপর তাকে বেধড়ক মারধর করে।

 

Byte0:16-0:31 mohila

 

গোটা ঘটনা ইতিমধ্যেই আহত হয়েছে তৃণমূল বিজেপির মিলিয়ে মোট চার জন। দাঙ্গার জেরে গুরুতর আহত হয়েছে তারা । তাদেরকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। অন্যদিকে কর্মীদের এমন বিপদ শুনে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার যান হাসপাতালে আহত বিজেপি প্রার্থীদের সঙ্গে কথা বলেন জানার চেষ্টা করেন কি হয়েছে।

ByteByte0;00-0;36 neta

উপস্থিত কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রাজ্য পুলিশ তারপর ও তাদের সামনে কিভাবে এখনো চলছে সেই অশান্তি সেই নিয়ে উঠছে প্রশ্ন । যদিও ভোট পরবর্তী হিংসায় লাগাম টানতে ইতিমধ্যে পুলিশি পিকেট এবং টহলদারি শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *