0;58-1;12 sada
0;26+0:45 neel
1:48-1:54 sada
জল খাবার চাইতে
কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কাউন্টিং অফিসারদের মার খাওয়ালো বিডিও।
অতি সক্রিয় কেন্দ্রীয় বাহিনী
সন্ত্রাস দমনের জায়গায় স্কুলের শিক্ষকদের বেধরক মারের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
৮ই জুলাই পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিল সাধারণ মানুষ । এমনকি স্বয়ং নির্বাচন কমিশন ও বলেন কেন্দ্রীয় বাহিনী সক্রিয় থাকলে এত প্রাণহানি হত না । একথা নিজের মুখে স্বীকার করেছেন তিনি। এরপর কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে যে কাঁটাছেড়া শুরু হয়েছে তা তো সকলেরই জানা। তবে গোটা পঞ্চায়েত নির্বাচনে না হলেও বিক্ষিপ্তভাবে পুনঃনির্বাচনে অন্তত দেখা যায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে খানিক হলেও তৎপরতা দেখাতে। তবে গণনার দিন কেন্দ্রীয় বাহিনীর অদ্ভুত চিত্র ধরা পরল ক্যামেরায়।
বীরভূমের রামপুরহাট দু নম্বর ব্লকের ভোটের গণনার দিনে কেন্দ্রীয় বাহিনী চরাও হল ভোট গণনার দায়িত্বে থাকা শিক্ষকদের উপর।
Byte0;26-0;45 neel
জানা যায়
রামপুরহাট ২ নম্বর ব্লকের বিডিওর দ্বারা নিয়োগ পত্র পেয়ে বিভিন্ন স্কুলের শিক্ষকরা কাউন্টিং করতে গিয়েছিলেন,, সেখানেই সকাল থেকে রাত্রি পর্যন্ত খাবার দাবারের অব্যাবস্থা থাকায় বিডিও কে অভিযোগ জানায় তারা। তবে কে জানত বিডিও কে জানানোই কাল হল
বিডিও কে অভিযোগ জানানোর পরেই দেখা যায় হিতে বিপরীত ।
0;16-0;52 sada
শুধুমাত্র জল খাওয়ার চাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী চড়াও হয় শিক্ষকদের উপর । তারা জানান বিডিও কেন্দ্রীয় বাহিনী ডেকে তাদের মারধর করায় ।
Byte1;26-1;45 sada
যথারীতি এরপরই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় গণনা কেন্দ্রে । বিক্ষোভ দেখাতে শুরু করে শিক্ষকরা। এরপরই এমনই অভিযোগ নিয়ে রামপুরহাট মহকুমা শাসক দপ্তরে একটি স্মারকলিপি জমা দেন ও বিক্ষোভ দেখান।
1;48-1:54 sada
Leave a Reply