0;26-0;32 takla
0;02-0;16 chele
0;20-0;25 sada
পঞ্চায়েতে জেতার পরেই তৃণমূলের দাপাদাপি।
বিজেপি প্রার্থীর স্বামীকে অপহরণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ভোটে জিততেই শুরু ভোট পরবর্তী বিশৃঙ্খলা।
পঞ্চায়েত ভোটের পর বাড়ল শাসকদলের বাড় বাড়ন্ত
ভোট পূর্ববর্তী হিংসা ,ভোট চলাকালী হিংসা আর এবার ভোট পরবর্তী হিংসা। বিশৃঙ্খলা, রক্তারক্তি থামার কোনো নাম নেই । পঞ্চায়েত নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভের পরও শাসকদলের বিরুদ্ধে বেড়েই চলেছে একের পর এক গুরুতর অভিযোগ। ভোটে জিতে নতুন অক্সিজেন পেয়েছে যেন তৃনমূল ।এবারে বিরোধীদলের স্বামীর প্রার্থীকে দিনে দুপুরে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
0;55-1:06 takla
পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে ময়ূরেশ্বর ১ব্লকের দক্ষিনগ্রাম পঞ্চায়েতের ১৫ টি গ্রাম সংসদের আসনে ১৫টি দখল করেছে তৃণমূল । এই গ্রাম পঞ্চায়েতে ৮ই জুলাই বেশিরভাগ কেন্দ্রের ভোট হয়ে গেলেও ১০ই জুলাই দক্ষিনগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৩০নং বুথ কুসুমী হাইস্কুলে পুননির্বাচন হয় । এই কেন্দ্রেই তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ তুলেছিল ওই বিজেপি প্রার্থীর স্বামী ।পুনর্নির্বাচনের পর দেখা যায় পনেরোটি গ্রাম সংসদের মধ্যে ১৫টিতে জয়লাভ করেছে তৃণমূল। সেই জয় ঘোষণার পরই গতকাল দুপুর ৩টে নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরোয় কুসুমী সংসদের বিজেপি প্রার্থী সাধনা বাগদীর স্বামী প্রভাকর বাগদী। অভিযোগ তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না ।
Byte 0;06-0;21 chel
, ঐ এলাকা অর্থাৎ বোলপুর সাংগঠনিক জেলার সাধারন সম্পাদক দীনবন্ধু মন্ডলের অভিযোগ তাদের প্রার্থীর স্বামী শাসকদলের ভোট লুট করতে বাধা দেয় যার জেরে তাকে অপহরন করেছে শাসকদল ।
Byte
যদিও অভিযোগকে মান্যতা দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব, ধীরেন্দ্রনাথ ব্যানার্জী ঘটনাক্রমে জানান হেরে যাওয়া প্রার্থী যার কোনো মূল্য নেই তার স্বামীকে অপহরন করে তৃণমূলের কোনো লাভ নেই,মিথ্যা অপপ্রচার করছে বিজেপি ।
Byte0;07-0;23 sada
Leave a Reply