Tene

Footge

0;00-0;18 tene

0;00-0;16 dujon

0;;0-1;25 mohila

ইনি শাসকদলের জয়ী প্রার্থী

পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছেন তিনি ।

তবে জয়লাভ করার পরেও হাসি নেই তার মুখে।

রীতিমতো কাঁদতে কাঁদতে গণনা কেন্দ্র থেকে বেরোলেন তিনি।

চরম লাঞ্ছনা ,চরম অপমানের স্বীকার তিনি নিজের কর্মীদের কাছেই।

ঘটনা শুনলে লজ্জায় মুখ লুকাবেন আপনি নিজেও।

পর গত গত দুদিন যাবত রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ভোট গণনা । সেই ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত হয়েছে উত্তপ্ত । গণনা চলাকালীনও কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সামনেই চলেছে প্রাণহানি ,বোমাবাজি। অশোকনগর বয়স, সেকেন্ডারি স্কুলের এদিন গণনা চলাকালীনই রণক্ষেত্র আকার ধারণ করে গণনা কেন্দ্র । দফায় দফায় উত্তেজনা ছড়ায় আইএসএফ কর্মী এবং রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে । গণনা চলাকালীন হঠাৎই দেখা যায় আইএসএফ কর্মীদের ধাক্কা মেরে বাইরে বের করে দিচ্ছে শাসক দল ঠিক তার কিছুক্ষণ পরে শাসকদরের জয়ী তৃণমূল প্রার্থী রেশমি মন্ডলকে দেখা যায় আইএসএস কর্মী এবং তার এজেন্টের হাত ধরে ভোট গণনা কেন্দ্রে ঢুকতে।

Foothe with org sound

মাঝে কিছুক্ষণের বিরতি তারপর রেশমি মন্ডল কে দেখা যায় কাঁদতে কাঁদতে বেরতে ।ঠিক কি হয়েছে ?তার কোন সদোত্তর পাওয়া যায়নি । শুধু বলেছেন এভাবে জিততে চাইনি। পরবর্তীকালে জানা যায় আইএসএফ কর্মীর হাত ধরে ভেতরে ঢুকতেই বিভিন্ন রকম কটুক্তির শিকার হয় সে এবং সেই কটুক্তি গুলি করে তারই দলের লোকেরা।

লজ্জায় মাথা হেট হওয়ার মত কথা বলা হয় তাকে।

Footge

অন্যদিকে অশোকনগরের বেড়াবেরি পঞ্চায়েতের ৫৬ ও ৫৭ নম্বর বুথের আইএসএফ প্রার্থী ইসমাইল মন্ডল ও তার নির্বাচনী এজেন্ট আকরামুজ্জামান এদিন নিজেদের ভোটগ্রহণ কেন্দ্রে যখন ভোট কাউন্টিং-এ ব্যস্ত। তখন আইএসএফ এর প্রার্থী ভোট গণনায় জিততে চলেছে দেখেই ভোটগ্রহণ কেন্দ্র থেকে শাসকদলের কর্মী-সমর্থকরা টেনে হিচরে তাকে সরিয়ে দেন।

Bytetebe hinchre

নিজের গণনা টেবিল থেকে সরতে নারাজ প্রার্থীকে বাইরে বার করতে চলে বেধড়ক মারধর। গণানা কেন্দ্রের গ্রিল আঁকড়ে ধরে কোনক্রমে বাঁচার চেষ্টা করেন তারা। এমনকি ব্যালট পেপার পুকুরে ফেলে দেওয়ারও অভিযোগ করা হয় আইএসএফের তরফ থেকে। প্রশাসনের সামনেই চলতে থাকে এমন কান্ড।

Byte 0;0-0;16

0;47-0;58

তবে শাসকদলের জয়ী মহিলা প্রার্থী কে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসে এমন কথা বলায় রীতিমতো বিরোধীরা এই বিষয়টিকেই হাতিয়ার করেই গণনা প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলছে শাসক দলর বিরুদ্ধে। পরবর্তীতে গণনা শুরু হলেও, এলাকায় এখনও রয়েছে চরম উত্তেজনা।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *