38-0;45
চার ভোটে হারছেন
মাত্র চার ভোটে।
তাও আবার সিপিএমের কাছে
জেতার খিদেতে ব্যালট পেপার চিবিয়ে খেলো তৃণমূল প্রার্থী
0;23-0;45
এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে শেষ পর্যন্ত ব্যালট পেপার চিবিয়ে খেতে হল এই প্রার্থীকে?
এক অদ্ভুত পরিস্থিতি।
কিন্তু তারপর যা করলেন তা আরো অবাকজনক
সামনে এলো সেই বিতর্কিত চিত্র
জেতার খিদে ।ক্ষমতার খিদে। কোনোমতেই হারলে চলবে না। আগেভাগেই বুঝতে পেরেছিলেন হেরে যাবেন। আর তা বুঝতে পেরেই একেবারে জল ছাড়াই ব্যালট পেপার চিবিয়ে খেলেন এই প্রার্থী । কোথাও কোনো কথা নেই দৌড়ে ঢুকে, ব্যালাট খুলে পুড়লেন মুখে। বিরোধী প্রার্থী সহ এজেন্টরা তাকে দেখে রীতিমতো অবাক তখন । কিছু বুঝে ওঠবার আগেই চিবিয়ে হজম করলেন ব্যালট পেপার।
ভুরকুন্ডা পঞ্চায়েতের ৩১ নম্বর বুথে তখন ও চলছিল গণনা ।সেই বুথে তৃনমূলের প্রার্থী ছিল মহাদেব মাটি। অন্যদিকে সিপিএমের প্রার্থী ছিল রবীন্দ্রনাথ মজুমদার।
গননা চলাকালীন তৃনমূলের মহাদেব জানতে পারেন চার ভোটে জিতছেন সিপিআইএমের প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। তা শুনেই মাথা বিগড়ে যায় তার। ঘরের ভেতরে ঢুকে সিপিআইএমের বান্ডিল থেকে ছিড়ে অর্ধেক ব্যালট নিয়ে কোনরকমে চিবিয়ে গিলে নেন তিনি। বাকিটা ছড়িয়ে ফেলে দেন। এই কাণ্ড ঘটানোর পর যতখানি অবাক হয় তার নিজের দলের কর্মীরা ততখানেই অবাক হয় সিপিএমের প্রার্থীসহ ভুতে থাকা এজেন্টরা।
Byte
0;23-0;45
তবে এই ঘটনা ঘটনার পরও অবাক কান্ড ঘটান এই তৃণমূলের প্রার্থী যা করেছেন তিনি? কত বড় অপরাধ করেছেন তা বুঝতে পেরেও যেন তার আচরণে বিন্দুমাত্র প্রভাব পড়ে নি তার তাকে ঘিরে যখন রীতিমতো চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে কেন্দ্রের ভেতর তখন এই মহাদেব মাটি ৪৪ ভোটে জেতে ঠান্ডা মাথায় বেরিয়ে গেলেন কেন্দ্র থেকে।
0;39-1;04
একটু পরেই তৃণমূলের প্রার্থী মহাদেব মাটি ৪৪ ভোটে উইন করে বেরিয়ে গেলেন দেখুন এই বিষয়ে রবীন্দ্রনাথ মজুমদার কি বলছেন
Leave a Reply