Sada gnof
0;11-0;28
0;30-0;35
1;37-1;40
ভোট গণনার দিনে অব্যাহত থাকলো বিশৃঙ্খলা ,বোমাবাজি । সিপিআইএম এবং আইএসএফের কর্মীদের দেখেই বোমা ছোঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। চন্ডীতলা ১ নম্বর ব্লকে গণনা চলাকালীন বিরোধী দল সিপিআইএম ও আইএসএফের কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল। জানা যায় ভোট গণনা কেন্দ্র থেকে বাইরে বেরোনোর সময় ঝোপ বুঝেই তৃণমূল ঝামেলা শুরু করে তাদের সাথে। নিমেষের মধ্যেই তৃণমূলের সশস্ত্র বাহিনী এসে উপস্থিত হয় ভোটকেন্দ্রের সামনে । লাঠি বোম যেন আগে থেকেই প্রস্তুত ছিল । সুযোগ বুঝেই চড়াও হয় তারা।
Byte0;11-0;35 sada gnof
সিপিএম কর্মীদের বেছে বেছে তুমুল মারধর করা হয়। বোম ছোঁড়া হয় ঘটনাস্থলে ।কোন কারণ ছাড়াই সিপিএম এবং আইএসএফ কর্মীদের উপর কেন চড়া হলো তৃণমূল ? এই ঘটনায় ক্ষোভ উগরে দেয় সিপিআইএম । অন্যদিকে তৃণমূলের অভিযোগ এ সমস্ত অভিযোগই সম্পূর্ণ মিথ্যে ।যা দাঙ্গা বেধেছে তা বেঁধেছে নিজেদের মধ্যে। এ সমস্ত গোষ্ঠী কোন্দলতারা এর জেরে । হেরে যাওয়ার কারণেই আঙ্গুর ফল টক বলছে সিপিআইএম।
Byte:1;47-2;09 sada tak
অন্যদিকে স্থানীয় এক তৃনমূলের কর্মীকে দল কে সংযত হওয়ার বার্তা দিতে শোনা যায় এদিন।
Byte:0;38-0;51
Leave a Reply