Mohila

0;01-0;49—mohila

 

জিতেও হেরে গেল তৃণমূল।

জিততে জিততেও হল না জেতা।

প্রিসাইডিং অফিসারের সই না থাকাতে বাতিল হল সমস্ত ভোট ।

উল্লাস বিজেপির

Byte joy shree ram

মাত্র একটা ভোটে পেয়ে পোস্টাল ভোটে বিজয়ী বিজেপি

গাফিলতিতেই ধরাসাই তৃণমূল

 

 

 

কথায় আছে রাখে হরি মারে কে? এই কাণ্ড শুনে আপনিও বলবেন তাই ।নদীয়ার শান্তিপুর ব্লকের বাগাছরা পঞ্চায়েতের 30 নম্বর পাঠের ১৩ নম্বর সংসদে গত ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন হয় । সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হলেও তীরে এসে তরী ডুবল গণনার দিন। পোস্টাল ব্যালট খুলতেই দেখা গেল একটি ভোট বৈধ নয়। কারণ কোন ব্যালট পেপারের সই নেই প্রিসাইডিং অফিসারের । আর তাতেই কপাল খুলল বিজেপির। একটি মাত্র ভোট পেয়ে সোজা সাপটা জয় বিজেপির।

 

Byte0;09-0;39 lok

এবার এই সংসদে বিজেপি প্রার্থী ছিল গতবারের পঞ্চায়েত প্রধান এর স্ত্রী প্রতিকা বর্মন।। জানা গিয়েছিল মূলত এই বুথে লড়াই ছিল দিমুখী । বিজেপির প্রধান শত্রু তৃণমূল ই। তাই ভোট ভাগাভাগি হলে হবে এই দুই দলের মধ্যেই।

তাই হল।

নদীয়ার যে বুথে এই ঘটনাটি ঘটেছে সেই বুথে প্রধান ভোটারের সংখ্যা ছিল 895 জন ।8 তারিখ সব মিলিয়ে মোট 779 জন ভোট প্রদান করেছিল । তার বেশিরভাগই এখন অর্থহীন ।গতকাল গণনা কেন্দ্রে গণনা শুরু হবার পরই দেখা যায় অদ্ভুত কান্ড। শতাধিক ব্যালট পেপারই নেই প্রিসাইডিং অফিসারের সই। গণনা কেন্দ্রে দুই প্রার্থী এবং এজেন্টের সামনে, প্রথম একটিমাত্র পোস্টালব্যালট ভোট খুলে দেখা যায়, তা বিজেপির পক্ষেই পড়েছে । এরপর সমস্ত ভোটকে বাতিল বলে ঘোষণা করা হয় সরকারি নির্দেশিকা অনুযায়ী। আর এই ছোট্ট ভুল বিজেপির জন্য হয়ে যায় আশীর্বাদ এর মত।

Byte 0;41-;49 —mohila

যদিও বিজেপির দাবি ভোট গণনা হলে প্রায় 200 খানা ভোট পেতেন তারা। সব মিলিয়ে ইতিমধ্যেই তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে এই এলাকায় তবে দিনশেষে ভাগ্য যে কথা বলে এই ঘটনা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না অনেকেই

0;52-0;59 lok

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *