Mimi

মিমির মামার বাড়িতে মুখ রক্ষা হলো তৃণমূলের।

পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে অবশেষে জয়ী হলেন তৃণমূল থেকে দাঁড়ানো মামি।

Byte0:13-0;30 –43

বাড়ির দুই সদস্যকে হারিয়ে জয়ী হলেন মিমির ছোট মামী।

ছোট মামী জিততেই মিমির প্রতিক্রিয়া।

ফোন করে অভিনন্দন জানালেন মিমি।

Byte 0:15-0;21 mukhta side e ghorano

কথা হল আরো

কি বললেন তিনি শুনুন ।

 

এবারের পঞ্চায়েত নির্বাচনে উল্লেখযোগ্য একাধিক বিষয়ের মধ্যে যে বিষয়ে বারংবার উঠে এসেছে ক্যামেরার সামনে তা হল যতখানি লড়াই হয়েছে ময়দানে ,ঠিক ততখানি লড়াই হয়েছে প্রত্যেক বাড়িতে। একেবারে এক বাড়ির একাধিক সদস্য প্রতিদ্বন্দ্বী হয়েছে ভোটের ময়দানে। যা দেখে আমরাই বলেছিলাম এবারে বিজেপি তৃণমূলের লড়াই ঘরের অভ্যন্তরে। কখনো একই বাড়ির ২ যা,কখনো ভাই ভাই ,রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও ভোটের ময়দানে ভিন্ন ভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একাধিক। সংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীর মামার বাড়িতেও সেই একই দৃশ্য দেখা যায়। এবার পঞ্চায়েত নির্বাচনে মিমি চক্রবর্তীর তিন মামীকেই দেখা যায় 17/155 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে। গতকালের গণনার পর দেখা গেল মিমির ছোট মামী, তৃণমূল প্রার্থী পুনাম চক্রবর্তী জয়লাভ করেছে ভোটে। আর তারপরেই উচ্ছাস শুরু হয়েছে এলাকা তথা চক্রবর্তী পরিবারে।

0;00-0;12 -0;43

তবে পরিবারের বাকি দুই সদস্যের হার হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র দুঃখ নেই চক্রবর্তী পরিবারে ।উচ্ছ্বাসে মেতেছেন তারা। পাশাপাশি স্বয়ং মিমি চক্রবর্তী শুভেচ্ছা জানান ছোট মামিকে। কথা হয় মামির সাথে।সব মিলিয়ে অভিনেত্রীর বাড়িতে এখন বিজয় উল্লাস।

Byte 0;15-0:21 mukh side e ghorano

0:33-0;42

অন্যদিকে বড় মামিমা কান্তা চক্রবর্তী ছিলেন কংগ্রেস প্রার্থী। মেজো মামিমা পর্না নাগ চক্রবর্তী সিপিএম। তারা নির্বাচনে না জিততে পারলেও জা এর এই সাফল্যে চুড়ান্ত খুশি তারা।

উল্লাসে সামিল হয়েছে তারাও।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *